স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ নভেম্বর :বুধবার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত ভান্ডারিমার খাসনামপাড়া ব্রু পুনর্বাসন গ্রামে গেলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। মিজোরামের ব্রু উদ্বাস্তুরা রাজ্যের স্থায়ী নাগরিকত্ব পাওয়ার পর এটি ছিল রাজ্যপালের প্রথম সফর।সফরকালে রাজ্যপাল স্থানীয় ব্রু জনজাতি বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের আন্তরিক আতিথেয়তায় আপ্লুত হন।
কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। ব্রু সমাজের সার্বিক উন্নয়নে সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করেন। এদিন গ্রামবাসী তাদের নানা সমস্যা ও দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি রাজ্যপালের হাতে তুলে দেন। স্থানীয় জনগণ রাজ্যপালের আগমনকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাজ্যপালের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাশাসক চাঁদনী চন্দন, কাঞ্চনপুর মহকুমা শাসক, পুলিশ প্রশাসনের প্রতিনিধি সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা।

