স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ নভেম্বর :আগামী ১০ এবং ১১ নভেম্বর সি আই টি ইউ -র রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। বুধবার সি আই টি ইউ -র রাজ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন সিআইটিইউ -র রাজ্য সভাপতি মানিক দে। তিনি বলেন, শ্রমিক শ্রেণীর মধ্যে ঐক্য রক্ষা করতে চায় সিআইটি ইউ। সেই ঐক্যের এখন প্রধান শত্রু হল আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এর মত সাম্প্রদায়িক এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো।
ধর্মীয় প্রতিষ্ঠান বলতে যারা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির সঙ্গে যুক্ত করে কাজে লাগায় তারাই। তিনি আরো বলেন, হিন্দু এবং হিন্দুত্ব এক নয়। গোটা দেশে একটা বিশাল অংশ জুড়ে হিন্দু ধর্মের মানুষ বসবাস করে। কিন্তু হিন্দুত্ব হলো বিজেপি দলের নেওয়া একটা রাজনৈতিক কর্মসূচি। বিজেপির এই রাজনৈতিক কর্মসূচির বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করতেই একটা সুদৃঢ় ভূমিকা নেবে সিআইটিইউ। এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য সি আই টি ইউ এর সম্মেলন ইতিমধ্যেই শুরু হয়েছে।
দেশের অধিকাংশ রাজ্যগুলোতে সিআইটিইউ -এর রাজ্য সম্মেলন শেষ হওয়ার পথে। ত্রিপুরায় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে ১০ ও ১১ নভেম্বর। আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে এই রাজ্যভিত্তিক সম্মেলন। আর সর্বভারতীয় সম্মেলন ৩১ ডিসেম্বর শুরু হবে বিশাখাপত্তনমে। চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। গোটা দেশ থেকে নির্বাচিত হয়ে প্রায় ১৩০০ এর উপরে প্রতিনিধি সর্বভারতীয় সম্মেলনে যোগ দেবেন। ত্রিপুরা রাজ্য থেকে প্রায় ৪২০ -র কাছাকাছি প্রতিনিধি সর্বভারতীয় সম্মেলনে অংশ নেবেন।

