স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ সেপ্টেম্বর : আগামী ২২ সেপ্টেম্বর রাজ্যসভার একটি মাত্র আসনে উপনির্বাচন। উপ নির্বাচনে বিজেপির হয়ে লড়াই করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার। সোমবার রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেন তিনি। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতী ত্রিপুরা সহ মন্ত্রিসভা ও বিধানসভার অন্যান্য সদস্যরা।
মনোনয়ন পত্র জমা দিয়ে প্রার্থী বিপ্লব কুমার দেব জানান, তিনি আসন্ন রাজ্যসভা নির্বাচনে লড়াই করতে পেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি’র রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, যেহেতু হরিয়ানারও প্রভারী হওয়ার সুযোগ পেয়েছেন, তাই দুই রাজ্যে তিনি ১৫ দিন করে সময় দেবেন। দুই পুনরায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত করবেন। বিগত দিনে মুখ্যমন্ত্রী এবং দলের প্রদেশ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েও তিনি সঠিকভাবে কাজ করে চেষ্টা করেছেন বলে জানিয়ে এদিন। শ্রী দেব আরো বলেন রাজ্যের বিকাশ এবং সাংগঠনিক দিক মজবুত করার জন্য যা যা করতে হবে তা ২০১৫ সালের মতো আবারো শুরু করবেন। ২০৪৭ পর্যন্ত কাজ করার যে মিশন নেওয়া হয়েছে সেটা সমস্ত রাজ্যবাসীকে নিয়ে সম্পূর্ণ করা হবে। এবং নতুন ত্রিপুরা গড়ার যে স্বপ্ন তা পূরণ করবেন।
এর জন্য বিগত দিনে যারা বিজেপির জন্য কাজ করেছিল তাদের আজকের দিন থেকে ২০২৩ -এর সরকার প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে লাগবে বলে জানান বিপ্লব কুমার দেব। রাজ্যে বর্তমান বিজেপি ও আইপিএফটি জোট সরকারের বিধায়ক সংখ্যা ৪৪ জন। তার মধ্যে সিমনা বিধানসভা কেন্দ্রের আইপিএফটি বিধায়ক বৃষকেতু দেববর্মা বিধায়ক পদের বিষয়টি এখনো ঝুলে আছে। কয়েক মাস আগে যখন রাজ্যসভা নির্বাচন হয়েছিল তখন সেই ভোটে তিনি অংশ নেননি। এবার যদি একই অবস্থা হয় তাহলে শাসক দলে আশা ৪৩ বিধায়কের ভোট।