স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ নভেম্বর : এক ভয়াবহ ঘটনা কৈলাসহরের ছনতৈল গ্রাম পঞ্চায়েতের মুসলিমপল্লী এলাকার দুই নং ওয়ার্ডে। শুক্রবার রাতে ৭ থেকে ৮ জন লোক মুসলিমপল্লী এলাকার মুসতফা আলির বাড়িতে প্রবেশ করে ১৭ বছরের নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ। এমনটাই অভিযোগ করেছেন মুসতফা আলি। তিনি জানান, এক দল দুষ্কৃতকারী তার নাবালিকা মেয়েকে উঠিয়ে নিয়ে যায়। তখন বাড়িতে থাকা নাবালিকা মেয়ের মা জয়তুন নেসা ও পিসি আফিয়া বেগম তাদের আটকানোর চেষ্টা করলে ধস্তাধস্তি হয়।
বাকিরা পালিয়ে গেলেও ইছবপুর পঞ্চায়েতের নওয়াগাঁও এলাকার বাসিন্দা ইসমাইল আলিকে তারা পাকড়াও করে এবং ধস্তাধস্তিতে সে অল্পবিস্তর আহত হয়। এমনকি আক্রমণকারীরা তার স্ত্রী ও বোনের উপর দা-দিয়ে আঘাত করে যাতে তাদের দুজনেরই হাতের বেশ কিছু অংশ কেটে যায়। যাদের মধ্যে জায়ফর আলি সহ আরো বেশ কয়েকজনকে তিনি চিনতে পেরেছেন। তারপর তিনি স্ত্রী ও বোনকে রক্তাক্ত অবস্থায় ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। ঘটনার পর দুই পক্ষের আহত তিনজনকে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসলে এক সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। ঘটনাস্থলে আসে কৈলাসহর থানার ওসি তাপস মালাকার সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। দফায় দফায় বেশ কিছু যুবক হাসপাতাল চত্বরে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করলেও পুলিশের উপস্থিতির কারনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নি। অন্যদিকে আহত যুবক ইছবপুর পঞ্চায়েতের নওয়াগাঁও এলাকার বাসিন্দা ইসমাইল আলি জানান, সে এলাকায় অন্য একজনের বাড়িতে গিয়েছিলেন। ঠিক তখনই মুসতফা আলির বাড়ি থেকে উনার মেয়েকে কেউ উঠিয়ে নিয়েছে বলে এলাকায় দৌড়ঝাপ শুরু হলে হঠাৎ মুসতফা আলির বাড়ির লোক তাকে রাস্তায় পেয়ে টর্চ দিয়ে মাথায়, মুখে এবং শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত করতে থাকে।
এতে তিনি গুরুতর আহত হন এবং উনার মাথা ফেঁটে যায়। তিনি জানান, মুসতফা আলির মেয়ের সাথে মুসলিমপল্লী এলাকার যুবক জায়ফর আলির সম্পর্ক রয়েছে বলে তিনি শুনেছেন। তাদের প্রণয়ের বিষয়কে কেন্দ্র করে তাকে কেন মারধোর করা হলো তা তিনি বুঝে উঠতে পারেননি। উক্ত ঘটনা নিয়ে মুসতফা আলির পরিবারের উপর আক্রমণের বিষয়ে তিনি থানায় অভিযোগ করবেন। এদিকে সুত্র মারফত জানা যায় কৈলাসহর মহিলা থানার ওসি স্বর্ণা দেববর্মার নেতৃত্বে গভীররাতে নাবালিকা মেয়েকে উদ্ধার করে তাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। গোটা ঘটনায় মুসলিমপল্লী এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে। ঊনকোটি জেলা হাসপাতাল সুত্রে খবর আহত ইসমাইল আলির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জেলা হাসপাতাল থেকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে।

