স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ অক্টোবর : শুক্রবার ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন করা হয়। এডি নগর পুলিশ লাইন মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়। মন্ত্রী বক্তব্য রেখে বলেন, আজ সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্ম জয়ন্তী। সর্দার বল্লভ ভাই প্যাটেল অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দেশের মধ্যে ঐক্য ও সংহতির জন্য কাজ করে গেছেন। আজ ওনাকে স্মরণ করার দিন।
তিনি দেশকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন চিন্তাভাবনা করেছিলেন। তিনি আত্মনির্ভর ভারত গড়ে তুলতে চেয়েছিলেন। উনার স্বপ্ন যাতে আগামী দিন বাস্তবায়ন হয় সে দিশা নিয়ে কাজ করতে হবে সকলকে। জাতীয় ঐক্য ও সংহতির প্রতি সকলকে উৎসর্গ করতে হবে। কেউ বিভাজন তৈরি করার চেষ্টা করলে এর বিরুদ্ধে ঐক্য হয়ে লড়াই করতে হবে বলে জানান মন্ত্রী টিংকু রায়। এ দিনের আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের বিভিন্ন আধিকারিক। অনুষ্ঠানে বারোটি প্লাটুন প্যারেড অংশগ্রহণ করে। একই সঙ্গে ব্র্যান্ড শো প্রদর্শন করা হয়।

