স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ অক্টোবর : ২০১৬ সালে টি এস আর -এর নিয়োগের পরীক্ষা দিয়ে সব ক্ষেত্রে উত্তীর্ণ হয়ে চাকরি পায়নি বহু চাকরি প্রত্যাশী বেকার। তারা অফার পাওয়ার আগেই ২০১৮ সালের সরকার পরিবর্তন হয়। তাদের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয় নবনির্বাচিত সরকার। পরবর্তী সময়ে তারা হাইকোর্টে মামলা করে হাইকোর্টে । এই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়।
পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট ইন্টারভিউ দেওয়া প্রার্থীদের পক্ষে রায় ঘোষণা করে। এই রায় ঘোষণার দুই মাসের মধ্যে তাদেরকে নিয়োগ করার জন্য সুপ্রিম কোর্ট আদেশ দেয়। কিন্তু রাজ্য সরকার এখনো তাদেরকে নিয়োগ করে নি। তাই শুক্রবার পুলিশের সদর কার্যালয়ের সামনে জমায়েত হয়ে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়ে এমনটাই জানান। নাহলে তারা আন্দোলনে নামতে শামিল হবে।

