Friday, March 29, 2024
বাড়িরাজ্যরক্তদান শিবিরে সকলকে এগিয়ে আসার আহ্বান সাংসদের

রক্তদান শিবিরে সকলকে এগিয়ে আসার আহ্বান সাংসদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ সেপ্টেম্বর : আসমুদ্র হিমাচলের আইকন স্বামী বিবেকনন্দ ১১ সেপ্টেম্বর শিকাগোতে বক্তব্য রেখেছিলেন। তাঁর ১২৯ বছর উদযাপন করা হচ্ছে। এই বিশেষ সময়ে মহিলাদের মাধ্যমে রক্তদান বিশেষ মুহূর্তের তৈরি করেছে। স্বাস্থ্যই আমাদের সম্পদ। এই স্বাস্থ্য ভালো থাকলে কাজ ভালো হবে।

কমবে হাসপাতালে যাওয়ার প্রবণতা। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মহাত্মা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রীর  জন্মদিন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর জন্ম দিনকে সেবা সপ্তাহ হিসাবে উদযাপন করা হবে। একই সঙ্গে ২ আগস্ট পর্যন্ত ১৫ দিন ব্যাপী চলবে সেবা মূলক কাজ। এই সময়ে একাধিক কাজ করা হবে। সেবা, সুশাসন, সঙ্কল্প এই লক্ষ্যে  কাজ হবে। রবিবার একটি সংস্থার রক্তদান শিবিরের সূচনা করে এই কথা বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। পাশাপাশি সকলকে রক্তদান শিবিরে এগিয়ে আসার আহ্বান জানান সংসদ। তিনি বলেন, রক্তদান শিবিরের সকলকে এগিয়ে না আসলে রক্তের চাহিদা মেটানো সম্ভব নয়। পরে রক্তদান শিবিরটি ঘুরে দেখেন তিনি। এদিন ৫০ জন মহিলা রক্তদানে সামিল হন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য