Tuesday, November 18, 2025
বাড়িরাজ্যছট পূজার আয়োজন

ছট পূজার আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ অক্টোবর :  সোমবার ছট পূজা। উত্তর প্রদেশ এবং বিহারে ছট পূজার বিশেষভাবে আয়োজন করা হয়। উত্তর প্রদেশ এবং বিহারের বহু মানুষ রয়েছেন আগরতলায়, তারা রাজধানীর খেজুর বাগান স্থিত পুকুরের মধ্যে ছট পূজা করে প্রতিবছর। পাশাপাশি রাজধানী হরিজন কলোনি এলাকায় ছট পূজার আয়োজন করা হয়।বছরের অন্যতম প্রধান ধর্মীয় আচার হিসেবে পরিচিত। গোটা দেশজুড়ে যেমন, তেমনই ত্রিপুরার উত্তর জেলার ত্রিপুরা-অসম সীমান্তবর্তী চুরাইবাড়ি এলাকাতেও আজ সারম্বরে পালিত হলো এই পবিত্র উৎসব।

 সোমবার বিকেল থেকে শত শত নারী-পুরুষ তাদের অস্থায়ী ঘাটে উপস্থিত হয়ে সূর্যের আরাধনা করেন। মেলা সদৃশ পরিবেশে সূর্যাস্তের আগে সম্পন্ন হয় সেই আরাধনা অনুষ্ঠান। রীতি অনুযায়ী, ছট পূজার চার দিন আগে থেকেই নির্জলা উপবাস ও কঠোর ব্রত পালনের মাধ্যমে ভক্তরা এই উৎসবের প্রস্তুতি নেন। আজকের দিনে সূর্য দেবকে অর্ঘ্য নিবেদন ও “ছট মাই”কে প্রাকৃতিক ফল, ফসারি ও ভোগ দিয়ে পূজা করা হয়। আগামীকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুনরায় অর্ঘ্য প্রদান ও সূর্য  আরাধনার মধ্য দিয়ে শেষ হবে পূজার আনুষ্ঠানিকতা। সোমবার এই ছট পূজা উপলক্ষে আগরতলার খেজুর বাগান স্থিত রানীর পুকুরে ভক্তদের ভিড় ছিল উল্লেখযোগ্য। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর প্রদীপ চন্দ, বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্যরা। তাঁরা এদিন পূজায় অংশগ্রহণ করেন। অপরদিকে হরিজন কলোনি এলাকায় উপস্থিত ছিলেন বিধায়ক গোপালচন্দ্র রায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য