স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ সেপ্টেম্বর : চোর পাকড়াও করতে আবারো সাফল্য রামনগর বাসীর।বুধবার সকালে রামনগর ১ নং এলাকায় রড চুরি করে এলাকাবাসীর হাতে আটক হয় এক নাবালক চোর। অভিযুক্ত চোরের বাড়ি বর্ডার কালিকাপুর এলাকায়। অভিযুক্ত চোরকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এলাকাবাসীর কাছ থেকে জানা যায় এদিন অভিযুক্ত চোর রড চুরি করে পালিয়ে যাওয়ার সময় তাকে পেছনে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরবর্তী সময় এই নাবালক চোর হাতে মদের বোতল নিয়ে এলাকাবাসীকে আক্রমণ করতে উদ্ভূত হয়।
তখন অভিযুক্ত চোরকে পাকড়াও করতে গিয়ে রক্তাক্ত হয় স্থানীয় এক ব্যক্তি। পরে চোরকে পিলারের সাথে বেঁধে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। এবং আহত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় আই জি এম হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রামনগর ফাঁড়ির পুলিশ। পুলিশ অভিযুক্ত চোরকে থানায় নিয়ে যায়। এলাকাবাসী জানায় নিরাপত্তা পাচ্ছে না। ২৪ ঘন্টা চোরের আতঙ্কে রাতে ঘুম নেই তাদের। পুলিশের কাছে দাবি পুলিশ যাতে সঠিক দায়িত্ব পালন করে। কারণ জনগণের পয়সা দিয়ে পুলিশ মাসিক বেতন পায় দায়িত্ব পালন করার জন্য। সম্পত্তি বাঁচানোর জন্য সাধারণ মানুষকে দায়িত্ব এখন কাঁধে তুলে নিতে হচ্ছে। সুতরাং স্মার্ট সিটিতে জনগণের নিরাপত্তা বিপন্ন হয়ে পড়েছে বলা চলে। পুলিশের দুর্বলতা নিয়ে এই দিন ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী।