স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ অক্টোবর : ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটি। সোমবার আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির সদস্যরা মিছিল করে পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ে যান। সেখান থেকে এক প্রতিনিধি দল জেলা শাসকের কার্যালয়ে গিয়ে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির সচিব গৌরাঙ্গ রুদ্র পাল।
তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ৭ দফা দাবির বিষয়ে তুলে ধরতে গিয়ে বলেন, বকলম মথার ডাকে শান্তির বাজারে যে চিত্র ফুটে উঠেছে, তা অত্যন্ত উদ্বেগ জনক। কারণ রাজধানীর উত্তর গেট্ এলাকায় দেখা গেছে ডাক্তার থেকে শুরু করে জরুরী কাজে বাড়ি থেকে বের হওয়া মানুষকে গন্তব্যস্থলে যেতে বাধা দেওয়া হয়েছে। সবটাই লক্ষ্য করা গেছে পুলিশের সামনে সংঘটিত হয়েছে। এমনকি অ্যাম্বুলেন্সকে পর্যন্ত তারা বাধা দিয়েছে বিভিন্ন জায়গায়। শাসক দলের শরিক দল হয়ে এমন অরাজকতার তীব্র প্রতিবাদ জানায় আমরা বাঙালি দল। শুধু তাই নয় কমলপুরে যে ঘটনা সংঘটিত হয়েছে সেটা সম্পূর্ণভাবে সাম্প্রদায়িকতা জেগে বলে দাবি করেন তিনি। ৮০ -র জুনের গণহত্যার মতো পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে তারা। আইনশৃঙ্খলা পুরোপুরি ভাবে ভেঙে পড়েছে। এই আইনের বলি হচ্ছে নিরীহ মানুষ। তাই নিরাপত্তার দাবিতে এবং প্রশাসন যাতে সময় থাকতে ব্যবস্থা নেতার জন্য এই ডেপুটেশন প্রদান করা হয়েছে বলে জানান তিনি।
আরো জানান, বর্তমান সরকারের স্লোগান ছিল মাদক শূন্য ত্রিপুরা করবে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে রেলের ওয়াগণ ভর্তি করে মাদক ত্রিপুরায় আসছে। এর সাথে জড়িত শাসক দলের লোক। ফলে যুব সমাজ দিশেহারা। তাই যারা মাদক পাচারে জড়িত তাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে গ্রেফতার করতে হবে। পাশাপাশি সরকারের মদের লাইসেন্স প্রদান করা বন্ধ করতে হবে। বিদ্যুৎ মাশুল গত তিন চার মাস আগে বৃদ্ধি করেছে। সরকার আবারো চাইছে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করতে। যেখানে রাজ্যবাসী কাজ নেই, সেই জায়গা দাঁড়িয়ে সরকারের এত কি প্রয়োজন হয়ে গেছে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করার। তাই বিদ্যুৎ মাশুল বৃদ্ধি থেকে বিরত থাকার জন্য দাবী জানান। পাশাপাশি তিনি জানান এই ধরনের কর্মসূচি রাজ্য জুড়ে চলবে।

