স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ অক্টোবর : এক সপ্তাহ ধরে নিখোঁজ স্কুল ছাত্রীকে খুঁজে বের করতে পারেনি পুলিশ। সাব্রুম থানা ঘেরাও করেন বৈষ্ণবপুর ভিলেজের মানুষ। এদিকে প্রতিবাদের সময় সংজ্ঞা হারালেন মেয়ের মা। ঘটনার বিবরণে জানা যায়, সাব্রুম মহাকুমা বৈষ্ণবপুর এলাকার নন্দিতা ত্রিপুরা নামে এক নাবালিকা ছাত্রী সাব্রুম শহরের কমলাজোত এলাকার ভাড়া বাড়ি থেকে নিখোঁজ হয়।
সাব্রুম থানায় ১৯ অক্টোবর অভিযোগ দায়ের করার পরেও ওই নাবালিকার কোন হদিস করতে পারেনি পুলিশ বলে অভিযোগ করেন নিখোঁজ ছাত্রীর পিতা। এই বিষয়ে নিয়ে নিখোঁজ নাবালিকার মা, বাবা সহ এলাকার মানুষরা সাব্রুম থানায় এসে থানা ঘেরাও করেন। অন্যদিকে নিখোঁজ নাবালিকার মা অসুস্থ হয়ে পড়েন থানায়। থানার তরফ থেকেও কোন সদুত্তর তারা পাননি বলেও অভিযোগ।

