Tuesday, November 18, 2025
বাড়িরাজ্যজিবি হাসপাতালে আহতদের দেখতে গেলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মণ এবং আমরা বাঙালি

জিবি হাসপাতালে আহতদের দেখতে গেলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মণ এবং আমরা বাঙালি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ অক্টোবর : তিপরা সিভিল সোসাইটির ডাকা বনধ ঘিরে গত ২৩ অক্টোবর উত্তপ্ত হয়েছিল কমলপুর মহকুমার শান্তির বাজার। সেখানে  সন্ত্রাসী পিকেটারদের প্রাণঘাতী আক্রমণের শিকার হয়েছিলেন এস ডি পিও, বি ডি ও  এবং কয়েকজন ব্যবসায়িক সহ সাধারণ নাগরিক। শনিবার দুপুরে জিবি হাসপাতালে আহতদের দেখতে গেলেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। আহতদের সঙ্গে কথা বলেন তিনি। এদিকে আমরা বাঙালি পক্ষ থেকে একটি প্রতিনিধি দল জিবি হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থা খোঁজখবর নেন। জিবি হাসপাতালে ভর্তি রয়েছেন সন্ত্রাসীদের আক্রমণে আহত একজন ইঞ্জিনিয়ার এবং অপরজন বিডিও।

 তাদের আঘাত গুরুতর। আমারা বাঙালি দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্র পাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এ ধরনের ঘটনা নিয়ে আমরা বাঙালি পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হচ্ছে। সরকারে থেকে সরকারের অংশীদার হয়ে সরকারের বিরুদ্ধে বনধ ডেকে সাধারণ মানুষের জীবন সম্পত্তির উপর আঘাত তা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। জনজাতি অংশের লোকেরা যখনই বনধ ডেকেছে তখনই এম্বুলেন্স পরিষেবা অগ্নিনির্বাপক পরিষেবা বাধাপ্রাপ্ত হয়েছে। এমনকি বিয়ের গাড়ি পর্যন্ত ভাঙ্গচুর করেছে। এমন আরও বহু দৃষ্টান্ত আছে। এর দায়ভার সরকারকেই নিতে হবে। আরো বলেন, প্রতিটি সরকারের আমলেই জনজাতিদের খুশি করে ভোট ব্যাংক সুরক্ষিত রাখার জন্য উগ্ৰপন্থীর নাটক মঞ্চস্থ করে হাজার হাজার কোটি টাকা দিতে পারে তখন টাকার অভাব হয় না।আর বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে গেলে টাকা নেই। রাজ্যের রাস্তা ঘাট ঠিক করতে গেলে টাকা নেই। যেখানে সরকার ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়ে ছিল বছরে ৫০ হাজার চাকরি দেবে। অথচ সাত বছরের মধ্যে ১০৩২৩ জনের চাকরি চলে গেছে।আর সরকার চাকরি দিয়েছে মাত্র হাজার বিশেক। আবার কিছু কিছু নেতা মন্ত্রী আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে।আর তাই সরকার সাধারণ মানুষের ক্ষোভকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য নিজেদের ব্যর্থতা আড়াল করতে এই ধরনের লুকোচুরি খেলা খেলে ক্ষমতা ধরে রাখতে চাইছে। আমরা বাঙালী দলের পক্ষ থেকে রাজ্য সরকারের এই দ্বিচারিতা ভূমিকার তীব্র বিরোধিতা জানায়। অপরদিকে বিলোনীয়া থানার ওসিকে যে ভাবে মারধর করেছে তা খুবই নিন্দনীয় কাজ। তাই আমারা বাঙালি মনে করে বর্তমান সরকার সাধারণ মানুষের জীবন সম্পত্তি রক্ষা করতে ব্যর্থ হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য