Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যঅন্ধকার আনন্দনগর প্রাথমিক হাসপাতাল

অন্ধকার আনন্দনগর প্রাথমিক হাসপাতাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ সেপ্টেম্বর : বিদ্যুৎ চপলতায় অতিষ্ঠ আনন্দনগর প্রাথমিক হাসপাতালে রোগীরা। বিদ্যুৎ না থাকার কারণে প্রায় সময়ই অন্ধকারের মধ্যে হাসপাতালে মোমবাতি দিয়ে পরিষেবা দেওয়া হয়। এ বিষয়ে উদাসীন স্বাস্থ্য দপ্তর এবং হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেলে স্বল্প বৃষ্টিতে মুখ থুবড়ে পড়ে হাসপাতালের বিদ্যুৎ পরিষেবা। গরমে দীর্ঘ ঘন্টার পর ঘন্টা হাসপাতালে রোগীরা কাঁতরাতে দেখা গেছে।

রোগীদের অভিযোগ প্রায় দিনেই এ ধরনের দুর্ভোগের শিকার হতে হচ্ছে হাসপাতালে রোগীদের। তবে বিকল্প ব্যবস্থার জন্য জেনারেটর রয়েছে কিনা সে বিষয়ে কিছু বলতে পারছে না হাসপাতালে ভর্তি রোগীর পরিজন। যার ফলে একরাশ ক্ষোভ উগড়ে দিল রোগীর পরিজন। তাদের আরো অভিযোগ হাসপাতালের নিম্ন পরিষেবা সীমা এড়িয়ে চলেছে। হাসপাতালে অ্যাম্বুলেন্স সঠিক সময়ের মধ্যে পাওয়া যায় না। সংকট জনক রোগী নিয়ে বেকাদায় পড়তে হয় রোগীর পরিবার পরিজনদের। হাসপাতালে পরিষেবা এতটাই নগ্নতা প্রকাশ পাচ্ছে যে আগামী দিনে হয়তো রোগী নিয়ে আসতে মানুষকে অধিকবার ভাবতে হবে। যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কোন ধরনের স্পষ্টিকরণ পাওয়া যায়নি এদিন। কিন্তু ঘন্টার পর ঘন্টা গরমের মধ্যে হাসপাতালের বিছানায় পড়ে থেকে রোগীরা আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে। এই হাসপাতালে আনন্দনগর, মহেশখলা, শ্রীনগর আমতলী সহ আশপাশ এলাকার বহুরোগী চিকিৎসা পরিষেবার জন্য প্রতিদিন আসে। কিন্তু হাসপাতালে এ ধরনের নিম্ন পরিষেবা দীর্ঘ বছরের পর বছর ধরে চলছে। স্থানীয় বিধায়ক থেকে শুরু করে জনপ্রতিনিধিদের এ বিষয়ে কোনো রকম হেলদোল নেই।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য