স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ সেপ্টেম্বর : রাজধানীর রামনগর ১ নম্বর রোড এলাকার ফ্ল্যাটে সম্প্রতি চুরির ঘটনা মূল পান্ডাকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেয় মঙ্গলবার। তার কাছ থেকে চুরি যাওয়া সামগ্রীর সন্ধান পেয়েছে পুলিশ। জানা যায়, সম্প্রতি ফ্লাট থেকে চুরি হওয়ার পর সিসি ক্যামেরা রেকর্ড তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
কিন্তু পশ্চিম থানার পুলিশ কোন অভিযুক্তকে জালে তুলতে পারেনি। অবশেষে ফ্ল্যাটের মানুষ সোর্স মোতাবেক সন্ধান পায় সুমন মিয়ার। সোমবার সুমন মিয়ার গতিবিধির উপর নজর রাখে ফ্ল্যাটের মানুষ। সোমবার সন্ধ্যায় পশ্চিম থানার পুলিশের হাতে সুমন মিয়ার পুরো তথ্য সিসি ক্যামেরা রেকর্ড সহ যাবতীয় তথ্য তুলে দেয় ফ্ল্যাটে বসবাসকারীরা। তারপর রাতের বেলা পুলিশ সুমন মিয়ার বাড়িতে অভিযান চালালেও গ্রেপ্তার করতে পারে নি। কিন্তু সাধারণ মানুষ সোমবার রাত থেকে তার বাড়ির আশেপাশে থেকে সুমন মিয়ার দিকে তীক্ষ্ণ নজর রাখে। মঙ্গলবার সকালে সুমন মিয়া গাড়িতে করে দক্ষিণ রামনগর থেকে চন্দ্রপুর যাওয়ার সময় আটক করতে সক্ষম হয়। অভিযুক্ত চোর সুমন মিয়া চুরির ঘটনা স্বীকার করে জানায়, সেদিন রাতের বেলা সে বাড়ি থেকে বের হয়ে শাহিন মিয়া এবং ইসমাইল মিয়ার কথা অনুযায়ী চুরির ঘটনায় হাত লাগায়।
ফ্ল্যাট থেকে স্বর্ণালংকার ও গহনা চুরি করে রাজধানীর হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এসে চুরি যাওয়া সামগ্রী নিজেদের মধ্যে ভাগাভাগি করে। নিজ ভাগে পাওয়া বিভিন্ন সামগ্রি সুমীর মিয়া দক্ষিণ রামনগর স্থিত তার ভাড়া বাড়িতে রয়েছে বলে জানায়। সে আরো বলেন তাদের গ্যাং -এর শাহীন মিয়া এবং ইসমাইল মিয়ার বাড়ি বাংলাদেশে। তারা শহরে রিক্সা চালিয়ে মানুষের বাড়িতে কিভাবে চুরি করা যায় তার দিশা খুঁজে। তারা এলাকার মামন মিয়ার বাড়িতে থাকে বলে জানায় ধৃত চোর। এদিন সাধারণ মানুষ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে। পুলিশের দায়িত্বে চাকরি নতুন কারনে চুরির ঘটনা সংঘটিত হওয়ার পরেও চোর আটক হয় না। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা। পুলিশ অভিযুক্ত চোরকে গ্রেফতার করে থানার নিয়ে যায়।