স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ সেপ্টেম্বর : গণতন্ত্র বাঁচিয়ে রাখতে জনজাতি অংশের মানুষের কাছে আহবান জানালেন সাংসদ রেবতী কুমার ত্রিপুরা। এদিন রাজতন্ত্রের বিরুদ্ধে আঙ্গুল তুলে প্রদ্যুৎ কিশোর দেববর্মণকে কাঠগড়ায় দাঁড় করালেন তিনি। সোমবার সাংসদ রেবতী ত্রিপুরার পৌরহিত্যে রতনপুর কমিউনিটি হলে স্থানীয় আটটি এডিসি ভিলেজের জাতি, জনজাতি কার্যকর্তাদের নিয়ে এক সাংগঠনিক বৈঠক করেন। বৈঠকে সাংসদ রেবতী ত্রিপুরা বক্তব্য রেখে বলেন, যদি ভিলেজ কমিটির নির্বাচন হয় তাহলে কোন দলকে সমর্থন করা দরকার সেটা জনগণ সমর্থন করবে।
তিনি বলেন যদি ভিলেজ কমিটি নির্বাচনে তিপ্রা মথা জয়ী হয় তাহলে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা আর উন্নয়নের কাজে ভিসির কাছে যাবে না। সেই টাকা সরাসরি তিপ্রা মথার চেয়ারম্যান আর এমডিসি -দের পকেটে চলে যাবে। কারণ যারা বর্তমানে ত্রিপুরার এডিসি’তে ক্ষমতায় আছে তারা তিপ্রাসা হয়ে তিপ্রাসাদের সমর্থন করে না। এই মথা তিপ্রাসাদেরও বঞ্চিত করে রাখে। আবার বলে থানসা হবে। কিন্তু কিভাবে থানসা হবে। যে প্রদ্যোত কিশোর দেববর্মণ রাজবংশেরই সদস্য তথা তাঁর কাকা যীষ্ণু দেববর্মার উপর আক্রমণ সংঘটিত করায়। আসলে তাদের কাছে কোন মা, বাবা, অভিভাবক বলতে কিছুই নেই। কারণ মা বাবাকে হত্যা করার রাজতন্ত্রের নিয়ম। আসলে তারা গণতান্ত্রিক রাষ্ট্রে রাজতন্ত্র কায়েম করতে এগুলি করতে চাইছে বলে অভিযোগ তুলেন সংসদ। তাই এদিন জনজাতি অংশের মানুষকে গণতন্ত্র বাঁচিয়ে রাখতে আহ্বান জানান সাংসদ রেবতী ত্রিপুরা।