স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ সেপ্টেম্বর : ৮ সেপ্টেম্বর সমগ্র বিশ্বের সাথে রাজ্যেও পালন করা হবে বিশ্ব ফিজিওথেরাপি দিবস। বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষ্যে অন্যান্য বছরের ন্যায় এই বছরও দ্য ইন্ডিয়ান এসোসিয়েশন অফ ফিজিওথেরাপি ত্রিপুরা শাখা নানান কর্মসূচী হাতে নিয়েছে।
মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে দ্য ইন্ডিয়ান এসোসিয়েশন অফ ফিজিওথেরাপি ত্রিপুরা শাখার সভাপতি ডাক্তার বিড়বর দেবনাথ সেই সকল কর্মসূচির ঘোষণা দেন। সাংবাদিক সম্মেলনে তিনি জানান ৮ সেপ্টেম্বর সকালে রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে একটি সচেতনতা মূলক পদযাত্রা সংগঠিত করা হবে। মিছিলে থাকবেন স্বাস্থ্য সচিব দেবাশিষ বসু। সকাল সাড়ে ১০ টায় আপনা ঘর বৃদ্ধাশ্রমে বিনামূল্যে ফিজিওথেরাপি স্বাস্থ্য শিবির করা হবে। এই শিবিরে উপস্থিত থাকবেন বিধায়ক ডাক্তার দিলিপ দাস।