স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ অক্টোবর : সুশাসন জামানায় ন্যায্য বিচার তো দূরের কথা, অভিযুক্ত বুথ সভাপতির আতঙ্কে ঘর ছাড়া শ্লীলতাহানি শিকার হওয়া নাবালিকা। পূর্ব আগরতলা মহিলা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করার কোন রকম উদ্যোগ না নেওয়ায় তথাকথিত সুশাসন আরও একবার প্রশ্নের মধ্যে গিয়ে দাঁড়িয়েছে? ঘটনার বিবরণে প্রকাশ, গত তিন অক্টোবর থেকে নিদ্রাহীন অবস্থায় আছে এক অসহায় রিক্সা চালকের পরিবার।
অভিযোগ, রাজধানীর স্বামী বিবেকানন্দ আবাসনের মধ্যে বসবাসরত এক রিকশা চালকের পরিবারের উপর দুর্গাপূজার চাঁদা চাপিয়ে দিয়েছিল স্থানীয় পূজা উদ্যোক্তারা। জোর জুলুম করে চাঁদা আদায় করতে না পারায় শাসকদলের ১ নং বুথ সভাপতি শিবু সাহা রিক্সা চালকের পরিবারের উপর আক্রমণ চালায়। ঘরে থাকা দুই নাবালিকা কন্যাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ।
পরবর্তী সময় বিষয়টি নিয়ে গত তিন অক্টোবর পূর্ব আগরতলা মহিলা থানায় অভিযোগ জানানোর পরেও পুলিশ শাসক দলের কাঠ পুতুলের ভূমিকা পালন করে চলেছে। অভিযোগ সত্য কিনা মিথ্যা সেটা তদন্তে বের হয়ে আসবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো পুলিশ অভিযুক্ত বিজেপি নেতাকে একবারের জন্য থানায় ডেকে আনেনি। এমনকি পরবর্তী সময় অভিযুক্ত বুথ সভাপতি দুই নাবালিকা মেয়েকে ধর্ষণের হুমকি পর্যন্ত দেয়। কিন্তু তারপরেও অসহায় পরিবার থানা থেকে অভিযোগ না তোলায় প্রাননাশের হুমকি দিয়ে চলেছে অভিযুক্ত বুথ সভাপতি।
এমনকি এই হুমকিতে নাবালিকা এক মেয়ে ঘর ছাড়া হয়ে আছে। আগামী কয়েকদিনের মধ্যে মেয়েটির পরীক্ষা শুরু হতে চলেছে। কিন্তু বুথ সভাপতি ভয়ে ঘরে ফিরতে পারছে না। মঙ্গলবার প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল পূর্ব মহিলা থানায় গিয়ে পুলিশের কাছে জানতে চায় কেন অভিযুক্তকে গ্রেফতার করছে না? এবং নাবালিকা মেয়ে দুটির সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করে যাতে ঘরে ফেরানোর বন্দোবস্ত করে। থানার ওসি আশ্বস্ত করেছেন অবশ্যই বুধবার নাবালিকা মেয়েটিকে ঘরে ফেরাবে। এখন দেখার বিষয় পুলিশ কাঠ পুতুলের ভূমিকা থেকে বের হয়ে এসে অভিযুক্তকে গ্রেফতার করে কিনা এবং নাবালিকা মেয়েকে ঘরে ফেরানোর ব্যবস্থা করতে পারে কিনা। মহিলা কংগ্রেসের প্রতিনিধি দল জানিয়েছেন যদি পুলিশ বুধবারের মধ্যে উপযুক্ত ব্যবস্থা না নেয় তাহলে তারা পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হবে।

