স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ সেপ্টেম্বর : রাজনীতিক সন্ত্রাসের শিকার দুই কংগ্রেস কর্মী। এর প্রতিবাদে খোয়াই থানা ঘেরাও করল যুব কংগ্রেস কর্মী সমর্থকরা। উল্লেখ্য বৃহস্পতিাবার প্রকাশ্যে সন্ধ্যা রাতে খোয়াই থানার অন্তর্গত সোনাতলা বাজার এলাকার খোয়াই যুব কংগ্রেসের সম্পাদক পাপাই দাস ও তার বাবা কংগ্রেস নেতা চানু দাসকে বেধরক মারধর করে স্থানীয় কিছু শাসকদলের দুর্বৃত্ত। এতে গুরুতর আহত হয় পাপাই দাস ও তার বাবা চানু দাস। পরবর্তী সময় খোয়াই জেলা হাসপাতালে গেলে তাদের অবস্থা
গুরুতর হওয়াতে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। পরে থানায় অভিযুক্তদের নাম দিয়ে খোয়াই থানায় লিখিত অভিযোগ জানানোর পরেও খোয়াই থানার পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। এরই প্রতিবাদে এবং আসামীকে গ্রেফতারের দাবিতে খোয়াই থানা ঘেরাও করে যুব কংগ্রেসের কর্মীরা। প্রদেশ দেশ যুব কংগ্রেস সভাপতি রাখু দাস জানান, রাজ্যে গণতন্ত্র নেই, আইনের শাসন তল্লানিতে গিয়ে ঠেকেছে। দুই কংগ্রেস কর্মী আক্রান্তের ঘটনার তীব্র প্রতিবাদে এদিন থানায় ঘেরাও করা হয়েছে। পুলিশকে জানান দেওয়া হয়েছে যদি ২৪ ঘণ্টার মধ্যে দুর্বৃত্তরা গ্রেপ্তার না হয় তাহলে যুব কংগ্রেস কর্মী সমর্থকরা ২৪ ঘন্টার জন্য থানায় ঘেরাও করা হবে। পুলিশ আশ্বস্ত করেছে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে ডেপুটেশনের পর জানান রাখু দাস।