Friday, March 29, 2024
বাড়িরাজ্যএম বি বি কলেজের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

এম বি বি কলেজের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ সেপ্টেম্বর : ৯ সেপ্টেম্বর এম বি বি কলেজের ৭৫ বছর পূর্ণ হবে এবং তার পরের দিন থেকে ৭৬ বছর শুরু হবে। তাই ৯ সেপ্টেম্বর এম বি বি কলেজের ৭৫ তম বর্ষপূর্তি পালন করা হবে। এমবিবি কলেজের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে অনুষ্ঠান। ৫ দিন ব্যাপী অনুষ্ঠান সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য একটা কোর কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তিনি আরও জানান ৫ সেপ্টেম্বর সকালে একটি র্যামলি সংগঠিত করা হবে। এ

ই মিছিলের সুচনা করবেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে প্রদর্শনী। প্রদর্শনীর সুচনা করবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এমবিবি কলেজের রবীন্দ্র হলে। সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শিক্ষামন্ত্রী রতন লাল নাথ আরও জানান ৬ সেপ্টেম্বর সকালে স্বচ্ছ অভিযানের উপর অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এমবিবি কলেজের নিউ সাইন্স ব্লকে। সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হবে বৃক্ষ রোপণ কর্মসূচি। বৃক্ষ রোপণ কর্মসূচির সুচনা করবেন ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য। একইদিন ক্যান্সার হাসপাতালের রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হবে কলেজের পক্ষ থেকে। ৭ সেপ্টেম্বর সকালে অনুষ্ঠিত হবে দৌড় প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন বিধায়ক শম্ভু লাল চাকমা। সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে দড়ি টানাটানি প্রতিযোগিতা। বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে ফুটবল ম্যাচ। উপস্থিত থাকবেন ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরী। একইদিন কলেজের রবীন্দ্র হলে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ৮ সেপ্টেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে মেগা রক্তদান শিবির। এমবিবি কলেজের সেন্ট্রাল লাইব্রেরিতে এই রক্তদান শিবিরের সুচনা করবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব। এইদিন বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে এক আলোচনা সভা। এই আলোচনা সভার সুচনা করবেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে মূল অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। ৯ সেপ্টেম্বর বিকাল ৪ টায় সমাপ্তি অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রাজধানীর রবীন্দ্র ভবনে। ১০ সেপ্টেম্বর দুপুর ১২ টায় এমবিবি কলেজের ছাত্র-ছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা, তাদের পরিবারের সদস্য, কলেজের এলামুনি এসোসিয়েশানের সদস্য সদস্যা এবং বিবিএম কলেজের অধ্যাপক-অধ্যাপিকা ও তাদের পরিবারের লোকজনদের নিয়ে আয়োজন করা হয়েছে মধ্যাহ্ন ভোজের। এই মধ্যাহ্ন ভোজনের মধ্যদিয়ে এমবিবি কলেজের ৭৫ বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত ৫ দিন ব্যাপী অনুষ্ঠানের শেষ হবে বলে জানান মন্ত্রী রতন লাল নাথ। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী রতন লাল নাথের সাথে উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা, এমবিবি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, এমবিবি কলেজে এলামুনির সদস্য সঞ্জয় পাল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য