স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ অক্টোবর : বেহাল রাস্তার জন্য এবার পথের বলি হল এক মহিলা। শিলাছড়ি থেকে আইলমাড়া হয়ে জুলাইবাড়ি যাওয়ার রাস্তায় দেবতামুড়া এলাকায় একটি কমান্ডার গাড়ি ব্রেক ফেল কারণে গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলে মারা যায় একজন মহিলা।
গুরুতর আহতাবস্থায় আরো দুজনকে শিলাছড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শিলাছড়ি থেকে আইলমাড়া হয়ে জুলাইবাড়ি যাওয়ার রাস্তাটি দীর্ঘ দিন যাবত মরন ফাঁদে পরিনত হয়ে রয়েছে। রাস্তার বেহাল অবস্থার জন্য প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দীর্ঘদিন যাবত রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়ে থাকলেও পূর্ত দপ্তর রাস্তাটি সংস্কারের বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না। যার ফলে বৃহস্পতিবার রাস্তার বেহাল অবস্থার জন্য পথের বলি হতে হলেও এক মহিলাকে।

