স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ অক্টোবর, ২০২৫: আগরতলা শহরের পুর নিগমের অন্তর্গত বিভিন্ন ক্লাবের উৎসাহ বৃদ্ধি করতে প্রতিবছর শারদ সম্মানের আয়োজন করে আগরতলা পুর নিগম। এবছরও ব্যতিক্রম নয়। শারদ সম্মান প্রদান করবে আগরতলা পুর নিগম। মূলত আগরতলা পুর নিগম এলাকার ক্লাব গুলির মধ্যে বাছাই করা ২১ টি ক্লাবকে দেওয়া হবে শারদ সম্মান।
এই শারদ সম্মান প্রদানের লক্ষ্যে বুধবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ বৈঠক। আগরতলা পুর নিগমের সকল কর্পোরেটরদের নিয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দিপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। মেয়র দীপক মজুমদার জানান আগরতলা পুর নিগম এলাকার বাছাই করা ক্লাব গুলিকে শারদ সম্মান প্রদান করা হবে। তার জন্য এইদিন সকল কর্পোরেটরদের নিয়ে বৈঠক করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে শারদ সম্মান প্রদানের দিনক্ষণ ঠিক করা হবে বলে জানান। দীপাবলির পূর্বে এই শারদ সম্মান প্রদানের চেষ্টা চলছে। মোট ২১ টি ক্লাবকে শারদ সম্মান প্রদান করা হবে বলে জানান তিনি।

