স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ অক্টোবর, ২০২৫: বোধজং নগর থানা এলাকায় বিশখা সরকারের মৃত্যুর ঘটনা নিয়ে পশ্চিম জেলার পুলিশ সুপারের নিকট ডেপুটেশান প্রদান নারী সমিতির। জানা যায় ১১ অক্টোবর নিজ বাড়ি থেকে বিশখা সরকারকে ডেকে নিয়ে যায় লক্ষ্মী বিশ্বাস নামে অপর এক মহিলা। তারপর থেকে নিখোঁজ ছিল বিশখা। নিখোঁজের চার দিনের মাথায় মঙ্গলবার বিকালে লক্ষ্মী বিশ্বাসের বাড়ির পাশের জঙ্গল থেকে বিশখা সরকারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে পশ্চিম জেলার পুলিশ সুপারের নিকট ডেপুটেশান প্রদান করা হয়।
এইদিন নারী সমিতির পক্ষ থেকে এক প্রতিনিধি দল পশ্চিম জেলার পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশান প্রদান করে। প্রতিনিধি দলের এক সদস্য জানান বিশখা সরকার একজন শ্রমজীবী মহিলা ছিল। ১১ অক্টোবর বিশখাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় লক্ষ্মী বিশ্বাস। মঙ্গলবার বিকালে লক্ষ্মী বিশ্বাসের বাড়ির পাশের জঙ্গল থেকে বিশখা সরকারের মৃতদেহ উদ্ধার হয়। এলাকাবাসির সন্দেহ বিশখাকে হত্যা করে ফাসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। তাই এই ঘটনার সঠিক তদন্ত করে অভিযুক্তদের কঠোর শাস্তি প্রদানের দাবিতে এইদিন নারী সমিতি জিরানিয়া মহকুমা কমিটির পক্ষ থেকে পশ্চিম জেলার পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। তবে চাঞ্চল্যকর এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত চুপ বসে আছে বোধজংনগর থানার পুলিশ।

