স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ অক্টোবর :মহা অষ্টমীর রাতে ধর্মনগর দিঘলবাক এলাকায় ঘটে যায় মর্মান্তিক যান দুর্ঘটনা। দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর ভাবে আহত হয় পুত্র অভিরূপ দেবনাথ ও পিতা অভিজিৎ দেবনাথ। পরবর্তী সময় বহিঃরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় পুত্র অভিরূপ দেবনাথের। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধর্মনগর থানায় একটি মামলা দায়ের হয়। কিন্তু পুলিশ অজ্ঞাত কারনে ঘাতক গাড়ির চালককে আটক করতে তালবাহানা করছিল বেশ কিছুদিন ধরে। অবশেষে এক প্রকার চাপে পড়ে শনিবার রাতে ধর্মনগর থানার পুলিশ ঘাতক গাড়ির চালক সৌভিক নাথকে গ্রেপ্তার করে। ধর্মনগর থানার ওসি জানান যান দুর্ঘটনার পর প্রথমে জামিন যোগ্য ধারায় মামলা রুজু করা হয়। পরবর্তী সময় অভিরূপ দেবনাথের মৃত্যু হলে আদালতে আবেদন জানিয়ে নতুন করে জামিন অযোগ্য ধারা যুক্ত করা হয়। যথারীতি জামিন অযোগ্য ধারায় ঘাতক গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার ধৃত গাড়ি চালককে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত অভিযুক্ত গাড়ি চালককে ২৪ অক্টোবর পর্যন্ত পুলিশ রিমান্ডে পাঠায়। তার বিরুদ্ধে অভিযোগ, বাবা ও ছেলেকে একবার গাড়ি চাপা দিয়ে গাড়ি থামায়নি, বরং কিছুদূর গিয়ে ফিরে এসে পুনরায় গাড়ি চাপা দিয়েছিল অভিযুক্ত।

