Saturday, December 9, 2023
বাড়িরাজ্যপকেট মার হাতিয়ে নিলে দেড় হাজার টাকা

পকেট মার হাতিয়ে নিলে দেড় হাজার টাকা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ আগস্ট :  এবার পকেটমারের যন্ত্রণায় অতিষ্ঠ জিবি হাসপাতালে আসা রোগীর পরিজনেরা। মঙ্গলবার জিবি হাসপাতালে পশ্চিম নোয়াবাদি এলাকার এক মহিলা স্বামীকে এম আর আই করতে নিয়ে আসেন।

মহিলা ফোনে কথা বলার সময় আচমকা হাত ব্যাগ থেকে টাকার ব্যাগটি নিয়ে যায় পকেটমার। পরবর্তী সময়ে মহিলা ফোনে কথা বলার পর দেখতে পান টাকার ব্যাগ নেই। সাথে সাথে পুলিশকে জানানো হলেও পুলিশ পকেটমারের টিকির নাগাল পায় নি। মহিলা জানায় টাকার ব্যাগের দেড় হাজার টাকা ছিল। কিন্তু এভাবে চুরি পকেটমারের ঘটনায় জিবি হাসপাতালে বেড়ে চললেও পুলিশে ভূমিকা বারবারই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য