স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ অক্টোবর :স্মার্ট সিটিতে বাড়ছে চুরির ঘটনা। অসহায় মানুষ দারস্থ হচ্ছে থানা গুলিতে। গত এক মাসে একাধিক চুরির মামলা হয় পশ্চিম আগরতলা থানায়। তারপর তদন্তে নেমে ১১ টি মোবাইল, নগদ অর্থ ও চুরি যাওয়া সামগ্রী সহ চারজন চোরকে আটক করল পশ্চিম আগরতলা থানার পুলিশ।
বৃহস্পতিবার পশ্চিম আগরতলা থানায় সদর মহকুমা পুলিশ আধিকারিক জানান ২৭ সেপ্টেম্বর বাদল চক্রবর্তী নামে এক ব্যক্তি পশ্চিম আগরতলা থানায় একটি চুরির মামলা দায়ের করেন। তিনি অভিযোগ পত্রে উল্লেখ করেন দিনের বেলায় চোরেরা ওনার ঘর থেকে মোবাইল ও নগদ অর্থ চুরি করে নিয়ে গেছে। ঘটনার তদন্তে নেমে পশ্চিম আগরতলা থানার পুলিশ বুধবার চার জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ১১ টি মোবাইল, একটি স্কুটার ও নগদ ৫ হাজার টাকা উদ্ধার হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানা গেছে স্কুটারটি ব্যবহার করে তারা আগরতলা শহরে মোবাইল ছিতাই ও চুরির ঘটনা সংগঠিত করতো। ধৃতরা হল শাহিদ মিয়া, অমৃত রায়, দেবাশিষ সরকার ও রাকেশ দাস। পুলিশের ধারণা তাদের সাথে আরও অনেকে জড়িত আছে।

