Sunday, March 16, 2025
বাড়িরাজ্যনেশা কারবারীদের দ্বারা আক্রান্ত ১

নেশা কারবারীদের দ্বারা আক্রান্ত ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ আগস্ট : পুলিশের সদর কার্যালয় থেকে কয়েকশো মিটার দূরে কয়েকজন নেশা কারবারীদের দ্বারা রক্তাক্ত এক ব্যক্তি। ঘটনা সূত্রে জানা যায়, শনিবার রাতে দীপ্তনু ঘোষ নামে এক যুবক শিশু বিহার স্কুল সংলগ্ন এলাকায় নেশা কারবারীদের দ্বারা আক্রান্তের শিকার হয়। নেশাগ্রস্ত কয়েকজন যুবককে নেশা করতে দেখে দীপ্তনু ঘোষ বাধা দেয়, তারপরই নেশা কারবারিরা ঝাঁপিয়ে পড়ে দীপ্তনু ঘোষের উপর।

পরবর্তী সময় আক্রান্ত ব্যক্তি ছুটে আসে পশ্চিম থানায়। নেশা কারবারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন তিনি। তিনি জানান এলাকায় প্রতিদিন নেশার আসর জমে উঠে। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের বাসভবন হওয়ায় গোটা এলাকায় নিরাপত্তার চাদরে ঘেরা থাকে, কিন্তু পুলিশের সামনেই চলছে উন্মুক্তভাবে নেশার আসর। পুলিশের উপযুক্ত পদক্ষেপের অভাবে এখন সাধারণ মানুষ পর্যন্ত আক্রান্তের ঘটনার সংঘটিত হচ্ছে। সন্ধ্যা থেকে শুরু হয় নেশা সামগ্রী বিক্রি। এলাকায় দূরদূরান্ত থেকে যুবকরা এসে নেশা সেবন করে। সুতরাং এলাকাবাসী নেশা কারবারীদের দৌরাত্ম্যে নিরাপত্তাহীনতায় ভুগছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য