Tuesday, November 18, 2025
বাড়িরাজ্যআগুনে ভস্মিভূত বসত ঘর ও গ্যারেজ

আগুনে ভস্মিভূত বসত ঘর ও গ্যারেজ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ অক্টোবর :রবিবার রাজধানীর জয়নগর চক্রাসংঘ এলাকায় ভয়াবহ আগুনে পড়লো বসত ঘর। ঘটনা রবিবার গোবিন্দ পদ পালের বাড়িতে। আগুনের সূত্রপাত নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার দুপুরে গোবিন্দ পদ পালের বাড়ির ভাড়াটিয়া অরুপ কুমার রায়ের ঘরে প্রথমে আগুন দেখতে পায় বাড়ির লোকজনেরা। সাথে সাথে চিৎকার শুরু করলে ছুটে আসে আশেপাশের লোকজন। তারা খবর দেয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে দেখে আগুনের লেলিহান ভয়াবহ আকার ধারণ করেছে। তারপর আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে আরও একটি ইঞ্জিন খবর দেওয়া হয়।

দীর্ঘক্ষণ দুটি ইঞ্জিনের দ্বারা দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তারপরেও বাড়ির অরুপ কুমার রায়ের ভাড়াটিয়া ঘর পুরোপুরি ভস্মিভূত হয়ে যায়। অপরদিকে দীপ্তনু দাস নামে অপর এক ভাড়াটিয়ার ঘর আংশিকভাবে পুড়ে যায়। পাশাপাশি গোবিন্দ পদ পালের বাড়ির পেছনে থাকা একটি গ্যারেজে পার্কিং করা গাড়ি ও স্কুটি পুড়ে যায়। পুলিশ জানিয়েছে বাড়ির লোকজনদের অভিমত, অরুপ কুমার রায়ের ঘরের বিদ্যুতিক লাইনের কিছু ত্রুটি ছিল। হয়তো দুপুর বেলা ঘরে রান্না করার সময় বিদ্যুতিক তারের লিকেজ থেকে রান্নার গ্যাসে আগুন ছড়িয়ে পড়ে। তবে কেউই স্পষ্ট ভাবে বলতে পারছে না কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত। এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গোবিন্দ পদ পালের ভাড়াটিয়া ঘরের। বর্তমানে মালিক গোবিন্দ পদ পাল বাড়িতে নেই। কাজের সূত্রে পশ্চিমবঙ্গে রয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য