আগরতলা, ২৫ আগস্ট (হি.স.) : ত্রিপুরায় বিজেপির নয়া প্রদেশ সভাপতি নিযুক্ত হয়েছেন রাজীব ভট্টাচার্য। তিনি দলের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা মুখ্য কার্যালয় প্রভারী অরুণ সিং দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার এই সিদ্ধান্তের ঘোষণা করেছেন।
সাংগঠনিক নিযুক্তিপত্রে তিনি লেখেন, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ত্রিপুরায় দলের প্রদেশ হিসেবে রাজীব ভট্টাচার্যকে নিযুক্তি দিয়েছেন। এখন থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। দলের নয়া প্রদেশ সভাপতির নাম ঘোষণা হতেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সভাপতি নিযুক্ত হওয়ায় রাজীব ভট্টাচার্যকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার সুযোগ্য নেতৃত্বে ত্রিপুরায় সংগঠন আর মজবুত হবে বলে আমি দৃঢ় বিশ্বাসী।
শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও। তিনি মনে করেন, নতুন প্রদেশ সভাপতির দায়িত্ব পেয়ে রাজীব ভট্টাচার্য ত্রিপুরায় বিজেপিকে আরও শক্তিশালী করবেন।নতুন প্রদেশ সভাপতিকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকও। তিনি শুভেচ্ছা বার্তায় লেখেন, আমাদের দীর্ঘদিনের পুরনো সাথী, লড়াকু নেতা রাজীব ভট্টাচার্যকে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের নতুন সভাপতি নিযুক্ত করার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
সাথে তিনি যোগ করেন, আপনার নেতৃত্বে আগামী দিনে আমাদের রাজ্যে ভারতীয় জনতা পার্টির সংগঠন আরও শক্তিশালী হবে এবং ২০২৩-এ আবারও বিপুল জনসমর্থন নিয়ে ভারতীয় জনতা পার্টি পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে।প্রদেশ সভাপতি পদে দায়িত্ব পেয়ে রাজীব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেছেন। প্রসঙ্গত, ইতিপূর্বে ত্রিপুরায় বিজেপির প্রদেশ সভাপতির দায়িত্বে ছিলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।এদিকে, ত্রিপুরায় প্রদেশ সভাপতির দায়িত্ব পেয়ে রাজীব ভট্টাচার্য আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা ত্রিপুরা প্রদেশের সভাপতির মতো গুরু দায়িত্ব আমাকে প্রদান করায় তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। মা ত্রিপুরা সুন্দরীর এই পুণ্য ভূমিতে মানুষের আশা এবং ভরসার প্রতীক বিজেপির সাংগঠনিক ভিত মজবুত করে তুলতে প্রাণপণ প্রচেষ্টা চালানোর আশ্বাস দিচ্ছি। সবাইকে পাশে নিয়ে কাজ করবো, অঙ্গীকার করছি।