স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ আগস্ট : আড়ালিয়া ব্যাংক কর্মীর বাড়িতে ডাকাতির ঘটনা রেশ কাটতে না কাটতে আবারো আগরতলা শহরতলি এলাকায় সংগঠিত হয় দুঃসাহসিক ডাকাতির ঘটনা। মঙ্গলবার রাতে সাড়ে ১১ টার নাগাদ ডাকাতির ঘটনা ঘটে বলদাখাল এলাকায়। এদিন এলাকার বাসিন্দা লিটন ঘোষের বাড়িতে হানা দিয়ে ডাকাতের দল ঘরের দরজা ভেঙে প্রবেশ করে ঘুম থেকে তুলে সকলকে।
এরপর লিটন ঘোষকে হাত পা বেঁধে পিস্তল এবং ধারালো অস্ত্র দেখিয়ে নগদ অর্থ সহ স্বর্ণালংকার লুটপাট করে বলে অভিযোগ। এবং ডাকাতের দলে মধ্যে চারজন ঘরের ভেতরে প্রবেশ করেছিল, বাকিরা ঘরের বাইরে দাঁড়িয়ে কেউ আসে কিনা সেদিকে নজর রাখে। এবং এই দিন লিটন ঘোষকে হুমকি দেয় ৬ লক্ষাধিক টাকা দেওয়ার জন্য। এর জন্য পরিবারের লোকজনদের মারধর করে বলে অভিযোগ। কিন্তু ৬ লক্ষাধিক টাকা না দেওয়ায় শেষ পর্যন্ত হুমকি দিয়ে চলে যায় ডাকাতের দল। পরে পুলিশকে খবর দেওয়া হলে দেড় ঘন্টা পর আসে পুলিশ। লিটন ঘোষের অভিযোগ এলাকার কেউ এই ডাকাতির ঘটনার সাথে জড়িত রয়েছে। এ ধরনের দুঃ সাহসিক ঘটনা সংগঠিত করতে পারে না ডাকাতের দল। ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। পর্যায়ক্রমে ডাকাতির ঘটনার শহরে বাড়লেও পুলিশ ডাকাতের দলের কোন সদস্যের টিকির নাগাল পাচ্ছে না। পুলিশের ভূমিকায় জনমনে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।