স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ সেপ্টেম্বর : বুধবার ত্রিপুরা মহিলা কমিশনের কার্যালয়ে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। ত্রিপুরা মহিলা কমিশন কর্তৃক আয়োজিত স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বক্তব্য রেখে বলেন, দুর্গাপূজা আর মাত্র কয়েকদিন বাকি। এই মুহূর্তে স্বাস্থ্য শিবির অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এর দ্বারা উপকৃত হবে সাধারণ মানুষ। পাশাপাশি তিনি বলেন আগরতলা শহরকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য কাজ করছে নিগম কর্তৃপক্ষ। সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি আসন্ন দুর্গাপূজার সকলে ভালো কাজে বলে আশা ব্যক্ত করেন মেয়র। আয়োজিত শিবিরে এদিন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্না দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

