স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ আগস্ট : পূর্ব ঘোষণা অনুযায়ী এ ডি সি দিবসে জনজাতিদের অধিকার ফিরে পেতে গ্রেটার তিপরাল্যান্ডের দাবিতে মহাকুমা শাসক মারফত রাজ্যপালের উদ্দেশ্যে তিপ্রা মথার ডেপুটেশন করল মঙ্গলবার। এদিন তিপ্রা মথার আগরতলা শহর জেলা কমিটি এবং মহিলা কমিটির উদ্যোগে রাজ্যপালের কাছে দাবি জানানোর সিদ্ধান্ত গ্রহণ করে ডেপুটেশন প্রদান করা হয়।
আগামী সেপ্টেম্বর মাসে সরাসরি রাজ্যপালের কাছে দাবী সনদদের প্রতিলিপি তুলে দেওয়া হবে বলে জানা যায়। কারণ এই দাবি নিয়ে গত এক বছরে অধিক সময় ধরে ময়দানে ঝড় তুলতে চাইছে প্রদ্যোত কিশোর দেববর্মন। আর কয়েক মাসের মধ্যে হতে চলেছে ভিলেজ কমিটির নির্বাচন। এর আগে দলের প্রধান ফোকাস গ্রেটার তিপরাল্যান্ড। এই দাবি নিয়ে ইতিমধ্যে ময়দানে ঝাপাতে চাইছে দলের শীর্ষস্তরের নেতৃবৃন্দ। এদিন ডেপুটেশন প্রদানকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের আগরতলা শাখার কার্যকারী সভাপতি সঞ্জীব কুমার দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব।