স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৬ সেপ্টেম্বর :মঙ্গলবার সদর জেলা কংগ্রেস, কিষান কংগ্রেস ও অসংগঠিত শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে যৌথভাবে সারা রাজ্যের ২৩ জন মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। প্রসঙ্গত ১০ দিন পূর্বে মুখ্যমন্ত্রীর নিকট কংগ্রেস দল বিভিন্ন দাবিতে ডেপুটেশন প্রদান করেছিল।
সেই দাবিগুলির যৌক্তিকতা মেনে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিল দাবিগুলো সম্পর্কে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে। কিন্তু ১০ দিনে দাবিগুলি সম্পূর্ণ না হওয়ায় প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয় কংগ্রেসের সংগঠনগুলির পক্ষ থেকে। সদর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় জানান, অবিলম্বে শারদোৎসবের পূর্বেই রেগা শ্রমিকদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া। শারদোৎসবের পূর্বেই ১০ দিনের কাজের ব্যবস্থা করা।

