Thursday, November 13, 2025
বাড়িরাজ্যনাকে তেল দিয়ে ঘুমাচ্ছে জিবি হাসপাতালের বিপিএল সেকশন, রোগী দুর্ভোগ চরমে

নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে জিবি হাসপাতালের বিপিএল সেকশন, রোগী দুর্ভোগ চরমে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ সেপ্টেম্বর :  জিবি হাসপাতালে প্রতিদিন বহু গরিব রোগী পরিষেবা নিতে আসেন। তাদের জন্য রয়েছে বিপিএল সেকশন। বিপিএল সেকশনে কাজ শুরু হওয়ার কথা সকাল সাড়ে আটটা থেকে। অথচ রোগীদের দুর্ভাগ্য ৯ টা ১৫ মিনিট পর্যন্ত দেখা নেই বিপিএল সেকশনের কোন কর্মীর। হতাশাগ্রস্ত হয়ে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন শত শত রোগী এবং রোগীর পরিজন।

 কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন স্বাস্থ্য দপ্তর এবং হাসপাতালের উর্ধ্বতন কর্তৃপক্ষ। কিন্তু লক্ষ্য করা যায় প্রতিদিন সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে এসে হাসপাতালের ঢালাও পরিষেবা নিয়ে প্রচারে ব্যস্ত হচ্ছেন একাংশ আধিকারিক। আর হাসপাতালে ভেতরে কি চলছে সেটা কারোর অজানা নয়। প্রতিদিনই হাসপাতালে হাজার হাজার রোগী পরিষেবা নিতে আসে। কিন্তু সময়ের পেছনে ছুটতে গিয়ে দুর্ভোগ পোহাতে হয় হাসপাতালে আসা রোগী পরিবারকে। শুধু বিপিএল সেকশনে এমন দুরবস্থা নয়। অন্যান্য বিভাগও এমন দুরবস্থা পরিলক্ষিত করেন রোগীর পরিবার।

 অসহায় হয়ে হাসপাতালে আসেন পরিষেবা নিতে। কিন্তু একটা বড় অংশের কর্মীর চূড়ান্ত গাফিলতি মানুষের দুর্ভোগের কারণ হয়ে ওঠে। যা নজর এড়িয়ে চলেছে স্বাস্থ্য দপ্তর। এমন পরিস্থিতি জিবি হাসপাতালে যে চলছে সেটা মহাকরণ পর্যন্ত অবগত আছে। কিন্তু কারোর কোন মাথা ব্যাথা নেই। যা ভুগার সাধারণ রোগী এবং রোগীর পরিবার ভুগছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য