স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ নভেম্বর : রবিবার ছুটির দিনে আগরতলা পুর নিগমের ২০ নং ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী রত্না দত্তের সমর্থনে প্রচারে অংশ নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ২০ নং ওয়ার্ডের বিজেপি কার্যালয়ের সামনে থেকে এই বাড়ি বাড়ি প্রচার কর্মসূচীর সূচনা হয়। দলীয় প্রতীক নিয়ে রঙিন এই প্রচারে দলীয় কার্যকরতাদের উপস্থিতি ছিল নজর কাড়া।
পুর ও নগরের নির্বাচনে বিজেপি-র এজেন্ডা উন্নয়ন। প্রধানমন্ত্রী আগরতলা শহরকে স্মার্ট সিটি করার সুযোগ দিয়েছেন। প্রকৃত পক্ষে স্মার্ট সিটি হিসাবে গড়ে তুলতে রাজ্য সরকার কাজ করছে। রাস্তাঘাট, পানীয় জল, জল নিকাশি ব্যবস্থা ও আলোর পর্যাপ্ত ব্যবস্থার পাশাপাশি সৌন্দর্যায়নের জন্য কাজ চলছে। আগরতলা পুর নিগমের ২০ নং ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী রত্না দত্ত এর আগেও দুই বার এই ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন। কিন্তু সেই সময় বিরোধী দলের সদস্য হয়েও তিনি তার সাধ্যমত কাজ করে গেছেন। এই বছর বিজেপি পুর বোর্ড গঠন করবে।
এতে করে ওয়ার্ডের সৌন্দর্যায়নের কাজ আরও ত্বরান্বিত হবে বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ১০০ শতাংশ আসনেই বিজেপি প্রার্থীরা জয়ী হবে বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। আগরতলা পুর নিগমের প্রায় প্রতিটি ওয়ার্ডে ঝড়ো গতিতে ভোট প্রচার চালিয়ে যাচ্ছে বিজেপি প্রার্থীরা। কয়েকটি ওয়ার্ডকে বাদ দিলে বেশীরভাগ ওয়ার্ডে ভোট প্রচারে এগিয়ে রয়েছে বিজেপি। তবে শাসক দল বিজেপি এক ইঞ্চিও মাটি বিরোধীদের ছাড়তে নারাজ। তবে হাল ছাড়তে নারাজ বিরোধীরাও। এখন দেখার গণদেবতারা কার পক্ষে রায় দেয়।