স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৯ সেপ্টেম্বর : বিকাশ ত্রিপুরায় অর্ধ সমাপ্ত অবস্থায় রাস্তা নির্মাণের কাজ ফেলে রাখলেন ঠিকেদার। গন্ধ বের হয়েছে দুর্নীতির। এলাকাবাসী সরকারি কাজের উপর ভরসা না রেখে নিজেরাই বিনা পারিশ্রমিকে রাস্তা নির্মাণের কাজে হাত লাগিয়েছে। জানা যায়, ২০১৯ -২০ অর্থবছরে সরকার গ্রামের মানুষের চলাচলের সুবিধার জন্য সিসি রোড করেছিল।
ব্যয় বরাদ্দ প্রায় দুইকোটি টাকা। কিন্তু কাজের দায়িত্বপ্রাপ্ত বাস্তুকারের দুর্নীতির কারণে আজও রাস্তার কাজ সমাপ্ত হয়নি। এই রাস্তার কাজটি বরাত পেয়েছিল দূর্গা চৌমুহনি আর ডি ব্লকের অধীন উত্তর হালহালি পঞ্চায়েতে। সেখানে এলাকার মানুষদের চলাচলের সুবিধার জন্য মোট চারটি ভাগে সি সি রাস্তার কাজ দেওয়া হয়। কাজের ব্যায় বরাদ্দ দুই কোটি টাকা। মোট চারটি ভাগে এক হাজার দুইশো মিটার রাস্তার কাজ সম্পন্ন হয়। প্রায় তিনশতাধিক পরিবার এই সড়কের উপর নির্ভরশীল।
কিন্তু রাস্তার কাজে তিনটি ভাগে সমস্যা রয়ে গেছে। যেমন কমলপুর-আমবাসা সড়কের শিববাড়ি নিকট হতে যে কাজ করা হয়েছে তার শুরুটাই সি সি করা হয়নি। এরপর রাস্তার দুইপাশে দেওয়াল নির্মাণ করার কথা থাকলেও দক্ষিণ দিকে দেওয়াল করা হলেও উত্তরদিকে করা হয়নি বলে অভিযোগ। কাজের দায়িত্ব ছিল আর ডি ‘র অর্থানুকুল্যে ইঞ্জিনিয়ার ধীমান দাস। কিন্তু তিনি বিভিন্ন জায়গা কাজ অর্ধসমাপ্ত রেখেছেন। রাস্তার কাজ অর্ধসমাপ্ত রাখার ফলে মানুষের ভোগান্তির শেষ নেই। তিনটি জায়গা কাজ সমাপ্ত করা হয়নি। এলাকার জগন্নাথ পাড়া, মুসলিমপাড়া এলাকার মানুষ ভুক্তভোগী। যার কারণে এলাকার মানুষ যেখানে বিনা পারিশ্রমিকে রাস্তা সংস্কার করছে। তবে প্রশাসনিক কাজ নিয়ে চরম ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের মনে।

