স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৮ সেপ্টেম্বর : চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী উদ্ধার করতে সক্ষম হল পূর্ব আগরতলা থানার পুলিশ এবং পশ্চিম আগরতলা থানার পুলিশ। সোমবার চলে যাওয়ার সামগ্রিকালে প্রকৃত মালিকদের হাতে তুলে দেয় পুলিশ। সোমবার পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান একটি একাধিক চুরির ঘটনার তদন্তে নেমে ল্যাপটপ, ব্যাটারি ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রী সোমবার প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি জানান পূজার দিন গুলিতে আগরতলা শহরে অতিরিক্ত আরক্ষা কর্মী মোতায়েন করা হবে।
এদিকে চুরি যাওয়া বাইক ও টমটম উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল পশ্চিম থানার পুলিশ। সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম আগরতলা থানার ওসি জানান সুমন দেবনাথ নামে এক শিক্ষক পশ্চিম থানায় ওনার বাইক চুরি হয়েছে বলে অভিযোগ করেছিলেন। পরবর্তী সময় ঘটনার তদন্তে নেমে বাইকটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় বাইক চোরকে। ধৃত চোর বর্তমানে জেলে রয়েছে। অপরদিকে প্রশান্ত নামে এক ব্যক্তি ওনার টমটম চুরি হয়েছে বলে অভিযোগ করেছিলেন। সেই টমটমটিও উদ্ধার করা হয়েছে। সোমবার আদালতের নির্দেশে উদ্ধার হওয়া বাইক ও টমটম প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে।

