স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ আগস্ট : শুক্রবার জাতীয় পতাকা ক্রয় করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি এদিন ওরিয়েন্ট চৌমুহনী থেকে ২৫০ টাকা দিয়ে দুটি জাতীয় পতাকা ক্রয় করেন। তিনি বলেন স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে হর ঘর তেরেঙ্গা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে নিজেকে শামিল করতে জাতীয় পতাকা ক্রয় করেছেন বলে জানান মুখ্যমন্ত্রী।
দেশ প্রেম, জাতীয়তাবোধ, রাষ্ট্রবাদী ভাবনা ও চেতনাকে উদ্বুদ্ধ করার জন্য এবং জাগ্রত করতে কেন্দ্র ও রাজ্য সরকার এই কর্মসূচি হাতে নিয়েছে। তা বাস্তবায়িত করা হবে রাজ্যে। দেশভক্তির ভাবনাকে সুদৃঢ় করার লক্ষ্যে এই কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা দেশবাসীর জন্য গর্বের, দেশাত্মবোধের পরিচায়ক এবং রাষ্ট্রীয় চেতনার অনুভূতি। রাজ্যে ৮.৫ লক্ষ বাড়ি রয়েছে। এর মধ্যে ৬০ শতাংশ অর্থাৎ ৪.৫ লক্ষ বাড়িকে আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রায় ৫ লক্ষ বিভিন্ন আকারের জাতীয় পতাকার ব্যবস্থা করা হয়েছে। ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত দেশজুড়ে এই কর্মসূচি পালন করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।