স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ আগস্ট : বাম ছাত্র সংগঠনের আন্দোলন থেকে শিক্ষামন্ত্রীকে বধির বলে আখ্যায়িত করল। মন্ত্রীর কানে জল ঢোকাতে এই আন্দোলন বলে আওয়াজ তুলে তারা। উল্লেখ্য, রাজ্যে স্কুলগুলিতে শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। ছাত্র-ছাত্রীরা প্রতিদিন রাস্তায় নেমে আন্দোলন সংগঠিত করছে। পরবর্তী সময় রাজ্যের বাম ছাত্র সংগঠনগুলি যৌথভাবে রাস্তায় নেমে আন্দোলন করার সিদ্ধান্ত গ্রহণ করে।
পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সকালে শহরে প্যারাডাইস চৌমুহনি থেকে এস এফ আই এবং টি এস ইউ পক্ষ থেকে একটি মিছিল সংগঠিত হয়। মিছিলটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে বটতলা এলাকায় এসে রাস্তা অবরোধে বসে। পুলিশ অবরোধ স্হল থেকে তাদের গ্রেপ্তার করে নেয়। উপস্থিত এস এফ আই রাজ্য সভাপতি সন্দীপন দেব জানান রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক সংকটের অচল অবস্থা সৃষ্টি হয়ে আছে। তাই এস এফ আই এবং টি এস ইউ পক্ষ থেকে রাস্তা অবরোধ করে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত গ্রহণ করেছিল। সে মোতাবেক প্রতিবাদ জানাতে রাস্তায় নামতেই পুলিশ লেলিয়ে দিয়ে রাজ্য সরকার আন্দোলনকারীদের গ্রেফতার করে নেয়। রাজ্যের স্কুলগুলিতে দ্রুত পর্যাপ্ত শিক্ষক নিয়োগ না হলে আগামী দিনে মন্ত্রীদের গাড়ির সামনে ছাত্ররা দাঁড়িয়ে জবাব চাইবে। পুলিশ প্রশাসনের রক্ত চক্ষুকে ভয় পাবে না। এবং আজকে যেভাবে শান্তিপূর্ণ আন্দোলনের উপর আঘাত নামিয়ে আনা হয়েছে তার জন্যও ধিক্কার জানায় এস এফ আই এবং টি এস ইউ। কিন্তু লড়াই এখানে শেষ নয়। স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত লড়াই চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি।