Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যবনমহোৎসব উদযাপন

বনমহোৎসব উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জুলাই : আগরতলা পাবলিক স্কুল এবং ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যৌথ উদ্যোগে রবিবার বনমহোৎসবের আয়োজন করা হয়। আগরতলা বলদাখাল এলাকায় বনমহোৎসবটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান প্রফেসর বসন্ত কুমার আগরওয়াল, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা সহ অন্যান্যরা।

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা জানান প্রতিবছরের ন্যায় এ বছরও বনমহোৎসব কর্মসূচি সংঘটিত করা হয়। এ ধরনের কর্মসূচিতে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্র-ছাত্রীদের এগিয়ে আসা জরুরী বলে অভিমত ব্যক্ত করেন তিনি। আগরতলা পাবলিক স্কুলের সচিব অরুণ নাথ জানান এ ধরনের কর্মসূচি পারিপার্শ্বিক দূষণ নিয়ন্ত্রণ করতে হাতে নেওয়া হয়েছে। এদিন এলাকায় ৫০ টি গাছ রোপন বনমহোৎসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য