স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জুলাই : মন কি বাত নিয়ে বিরোধীরা বিদ্রুপ করে। কিন্তু মন কি বাতের মাধ্যমে প্রধানমন্ত্রী নিজের মনের কথা বলেন না । দেশবাসীর মনের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। রবিবার উদয়পুরে ৩৩ কাকরাবন শালগড়া মন্ডলের অন্তর্গত কাকরাবন কমিউনিটি হলে প্রধানমন্ত্রীর মন কি বাতের ৯১ তম পর্ব দলীয় কার্যকর্তা ও নেতৃত্বদের সঙ্গে শোনেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এই মন কি বাতের মাধ্যমে বহু অজানা তথ্য দেশবাসীর সামনে আসছেন তিনি। ইতিহাসে যাদের নামের উল্লেখ নেই, এমন বীর যোদ্ধাদের নাম সামনে আনছেন। দেশের কৃস্টি, সংস্কৃতিকে তুলে ধরছেন। মেলার মাধ্যমে গোটা দেশকে একজায়গায় করে দিয়েছেন প্রধানমন্ত্রী। রবিবার উদয়পুরে ৩৩ কাকরাবন শালগড়া মন্ডলের অন্তর্গত কাকরাবন কমিউনিটি হলে প্রধানমন্ত্রীর মন কি বাতের ৯১ তম পর্ব দলীয় কার্যকর্তা ও নেতৃত্বদের সঙ্গে শোনেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পরে এই নিয়ে আলোচনা করতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী। ছিলেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, মন্ত্রী রামপদ জমাতিয়া, বিধায়ক বিপ্লব ঘোষ , রাজ্য সাধারন সম্পাদক কিশোর বর্মণ সহ অন্যান্যরা। পরে কার্যকর্তা সম্মেলনে অংশ নেন তিনি।