স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুলাই : রেগা ও টুয়েপে ২০০ দিনের কাজের নিশ্চয়তা দেওয়া এবং মজুরি বৃদ্ধি করা, টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগ করা, ১০,৩২৩ চাকরিচ্যুতদের স্থায়ী সমাধান করা, বছরের পঞ্চাশ হাজার শুন্যপদ পূরণের প্রতিশ্রুতি পালন করা সহ আট দফা দাবিতে রবিবার সিটি সেন্টারের সামনে এ আই এস এফ এবং এ আই ওয়াই এফ যৌথভাবে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করে।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ জানান রবিবার থেকে সারা ভারত যুব ফেডারেশন এবং সারা ভারত ছাত্র ফেডারেশন রাজ্য পরিষদের ডাকে ৮ দফা দাবিতে রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচি সূচনা করা হয়। কারণ রাজ্যে বর্তমান সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা পুরোপুরিভাবে ভেঙে পড়েছে। তাই স্বদলীয় বিধায়ক শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। পাশাপাশি এ আই এস এফ এবং এ আই ওয়াই এফ রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক সংকট মেটানোর দাবি জানানো হচ্ছে। এছাড়াও দাবি জানানো হচ্ছে টেট উত্তীর্ণ হওয়া সকলকে একসাথে নিয়োগ করার জন্য, জে আর বি টি -র ফলাফল দ্রুত প্রকাশ করার জন্য। আউটসোর্সিং বন্ধ করে স্থায়ী পদে নিয়োগের ব্যবস্থা করার জন্য। রেগা ও টুয়েপে কাজের মজুরি বৃদ্ধি করার পাশাপাশি ২০০ দিনের কাজের দাবি জানানো হচ্ছে বলে জানান। আজ থেকে কর্মসূচি শুরু হয়েছে। সারা রাজ্যব্যাপী কর্মসূচি শেষে রাজ্য সরকারের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান নেতৃবৃন্দ।