Saturday, February 8, 2025
বাড়িপ্রযুক্তিখুব শিগগিরই আসছে গুগলের পিক্সেল ওয়াচ?

খুব শিগগিরই আসছে গুগলের পিক্সেল ওয়াচ?



 

 

 

 

 

 

 

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ এপ্রিল।   গুগল ‘পিক্সেল স্মার্টওয়াচ’ বানাচ্ছে, প্রযুক্তি পণ্যের বাজারে এমন গুঞ্জন শোনা যাচ্ছে অনেক দিন ধরেই। তবে, ডিভাইসটি কবে নাগাদ বাজারে আসিবে বা গুগল সত্যিই ডিভাইসটি নিয়ে কাজ করছে কি না, এই প্রশ্নগুলোর কোনো আনুষ্ঠানিক উত্তর মেলেনি এতোদিন। তবে, সম্প্রতি ফাঁস হওয়া কিছু তথ্য-উপাত্ত থেকে ইঙ্গিত মিলছে, সময়টি সম্ভবত ঘনিয়ে এসেছে।

নির্ভরযোগ্য এক তথ্য ফাঁসকারীর বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার জানিয়েছে, সম্ভবত এ বছরেই নতুন স্মার্টওয়াচটি উন্মুক্ত করতে পারে গুগল। তবে নির্দিষ্ট করে কোনো দিন তারিখ উল্লেখ করেননি ওই তথ্য ফাঁসকারী।একটি অনলাইন ম্যানুয়ালের স্ক্রিনশট শেয়ার করেছেন ওই ডেটা ফাঁসকারী। এ ছাড়াও ‘পিক্সেল রোহান’ নামটি উল্লেখ করেছেন তিনি। গুগলের পিক্সেল স্মার্টওয়াচের জন্য অপেক্ষা করছেন যারা, তাদের কাছে ‘রোহান’ নামটি পরিচিত হওয়ার কথা। গুগলে অভ্যন্তরীণভাবে স্মার্টওয়াচটিকে ‘রোহান; ছদ্মনামে ডাকছে এমন খবর চাউর হয়েছিল আগেই।অন্যদিকে ১১ মে অনুষ্ঠিত হচ্ছে গুগলের ডেভেলপার সম্মেলন ‘গুগল আইও’। সংশ্লিষ্টরা বলছেন, গুগলের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টওয়াচ উন্মোচনের পরিকল্পনা থাকলে ‘গুগল আইও’-ই হবে তার আদর্শ সুযোগ।

দ্বিতীয় আরেক তথ্য ফাঁসকারীর বরাত দিয়ে টেক রেডার বলছে, ‘গুগল আইও’-তে গুগল পিক্সেল ওয়াচ উন্মোচন করে বাজারজাতকরণের আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ডিভাইসটি নিয়ে নানা ইঙ্গিত থাকতে পারে। তবে, ডিভাইসটি এ বছরেই বাজার আসার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন ওই তথ্য ফাঁসকারী। তবে, এক্ষেত্রে উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে গুগলকে।ডিভাইসটি প্রসঙ্গে বিস্তারিত কোনো তথ্য দেননি ফাঁসকারীরা। তবে, ‘ওয়্যার ওএস ৩.১’-এর কথা উল্লেখ ছিল ফাঁস হওয়া স্ক্রিনশটে। ইতোমধ্যেই ‘ওয়্যার ওএস ৩.২’ বাজারে ছেড়েছে গুগল। তাই ‘পিক্সেল ওয়াচ’ বাজারে এলে তাতে অপারেটিং সিস্টেমটির সর্বশেষ সংস্করণ থাকাই স্বাভাবিক।সাম্প্রতিক মাসগুলোয় পিক্সেল সিরিজে ভালোই সাড়া পেয়েছে গুগল। স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে আদৃত হয়েছে পিক্সেল ৬ এবং পিক্সেল ৬ প্রো। তাই ‘পিক্সেল ওয়াচ’ নিয়েও আগ্রহীদের প্রত্যাশা বেশি বলে মন্তব্য করেছে টেকরেডার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য