স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ফেব্রুয়ারি। গ্যালাক্সি এস২২ বাজারে আসার আগেই ফাঁস হয়ে গেছে স্মার্টফোনটির নানা তথ্য। খবর রটেছে এর নির্মাণ উপাদান নিয়েও। বলা হচ্ছে, ফেলে দেওয়া মাছের জাল রিসাইকেল করে বানানো প্লাস্টিক ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ পণ্যে।
স্যামসাং বলেছে, খুব শিগগিরই নিজেদের সকল পণ্যে “সাগরের প্লাস্টিক বর্জ্য” পুনর্ব্যবহার শুরু করবে তারা। আর এর প্রথম উদাহরণটি উন্মোচন করা হবে ৯ ফেব্রুয়ারির ‘আনপ্যাকড’ ইভেন্টে। তবে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, ডিভাইসের কতোটুকুতে বা কোন যন্ত্রাংশে রিসাইকেল করা প্লাস্টিক ব্যবহার করা হয়েছে সে প্রসঙ্গে বিস্তারিত জানায়নি স্যামসাং।জাতিসংঘের ‘খাদ্য ও কৃষি সংস্থা’র একটি প্রতিবেদন অনুযায়ী, প্রতি বছর ছয় লাখ ৪০ হাজার টন মাছ ধরার জাল পরিত্যক্ত অবস্থায় যোগ হয় সাগরে। ওই প্রতিবেদনের বরাত দিয়ে স্যামসাং বলছে, সাগরের প্রাণী সম্পদের জন্য বড় হুমকি ওই ফেলে দেওয়া জালগুলো।
“এই পরিত্যক্ত মাছের জালগুলো আশঙ্কাজনক হারে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে,”– এক ব্লগ পোস্টে বলেছে স্যামসাং।“এগুলো সংগ্রহ করে নতুন করে ব্যবহার আমাদের সাগর বর্জ্যমুক্ত রাখার জন্য এবং পৃথিবীসহ আমাদের সামগ্রিক ভবিষ্যত নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”পরিবেশ রক্ষায় এটি হয়তো ক্ষুদ্র একটি পদক্ষেপ। কিন্তু ৯ ফেব্রুয়ারির আয়োজনে স্যামসাং এই বিষয়টির উপর আলাদা গুরুত্ব দেবে বলে মন্তব্য করেছে ভার্জ।