Saturday, February 15, 2025
বাড়িখেলাসালাহদের স্বপ্ন ভেঙে ১৪ বার চ্যাম্পিয়ন্স লিগ জয় রিয়াল মাদ্রিদের

সালাহদের স্বপ্ন ভেঙে ১৪ বার চ্যাম্পিয়ন্স লিগ জয় রিয়াল মাদ্রিদের

প্যারিস, ২৯ মে (হি.স.) : ইউরোপ ফুটবলের রাজার রাজা হল রিয়াল মাদ্রিদই। তারাই ফের সম্রাট। ফাইনালে উঠলে রিয়ালকে হারানো কঠিন, সেটা আবারও প্রমাণ হল। তারাই ১৪ বার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব অর্জন করেছে। লুকা মদ্রিচ, মার্সেলোদের দাপটে লিভারপুলের লাল দূর্গে বড় আঘাত। রিয়াল মাদ্রিদ ১-০ গোলে লিভারপুলকে হারাল।

শনিবার রাতে ফাইনাল ম‌্যাচটা দারুণভাবে শুরু করেছিল লিভারপুল। প্রাথমিক জড়তা কাটিয়ে প্রথমার্ধে নিজেদের দাপট দেখাল যুরগেন ক্লপের দল। ম‌্যাচের ১৬ মিনিটের বক্সের মধ্যে বল পেয়ে গিয়েছিলেন লিভারপুল তারকা মহম্মদ সালাহ। তাঁর শট কোনওক্রমে বাঁচান রিয়াল মাদ্রিদ গোলরক্ষক কুর্তোয়া। এর ঠিক পাঁচ মিনিট পরই বক্সের মাথা থেকে জোরালো শট নেন লিভারপুলের সাদিও মানে। বল রিয়াল মাদ্রিদের গোলরক্ষক কুর্তোয়ার হাতে লেগে পোস্টে লাগে। ২০১৮ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হারের বদলা নেওয়ার ভাবনায় ছিল, কিন্তু হতাশই করল অলরেডরা।

পালটা আক্রমণের স্রোতে গোল করে দলকে লিড এনে দিলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। দুর্দান্ত সব সেভ করে নায়ক হয়ে থাকলেন গোলরক্ষক থিবো কুর্তোয়াও। তিনিই ম্যাচের সেরা। লিভারপুলের আক্রমণের সামনে রীতিমত কোণঠাসা ছিল রিয়াল। মোট ২৪টি শট নেয় লিভারপুল, যার ৯টি ছিল লক্ষ্যে। অন্যদিকে মাত্র ৪ শটের দুটি লক্ষ্যে রাখতে পেরেছিল রিয়াল। একটিতে তারা গোল আদায় করে নেয়, অন্য শটও জালে জড়িয়েছিল। অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

মাঠ জুড়ে দাপিয়ে খেলেছে জুরগেন ক্লপের লিভারপুল। সুযোগের পুরোটা কাজে লাগিয়ে শেষ হাসি হেসেছে রিয়াল। কার্লো আনসেলিত্তির কৌশলের কাছে হার হয়েছে জার্মান ক্লপের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য