কাঠমাণ্ডু, ২৯ মে (হি.স.) : রবিবার সকালে নেপালের আকাশ থেকে উধাও হয়ে গেল একটি বিমান। নেপালে ২২ যাত্রী-সহ মাঝআকাশে নিখোঁজ বিমানটি। যাত্রীদের মধ্যে রয়েছেন চার ভারতীয়, তিন জাপানি। সকালে উড়ানের কিছুক্ষণের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির সঙ্গে। নেপালের পোখরা থেকে জোমসোমের উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি ।
জানা গিয়েছে, সকাল ৯টা ৫৫ মিনিটে রওনা দেয় বিমান। ওড়ার পর খানিক ক্ষণের মধ্যে বিমানটি রেডারের বাইরে চলে যায়। তাকে খুঁজে বার করা জন্য একটি সেনা হেলিকপ্টার পাঠানো হয়েছে। বিমানটি ভেঙে পড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র ফণীন্দ্র মণি পোখারেল জানিয়েছেন, ইতিমধ্যেই দু’টি হেলিকপ্টার মুসতাং ও পোখরা থেকে পাঠানো হয়েছে নিখোঁজ বিমানটির সন্ধানে। পাশাপাশি নেপাল সেনার চপারও বিমানটির খোঁজে অভিযান শুরু করেছে।