Friday, March 29, 2024
বাড়িখেলামেট্রিক্সের অনূর্ধ্ব-১৬ দাবা অপরাজিত চ্যাম্পিয়ন আয়ুষ

মেট্রিক্সের অনূর্ধ্ব-১৬ দাবা অপরাজিত চ্যাম্পিয়ন আয়ুষ

‌স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ মে।  অপরাজিত চ্যাম্পিয়ন হলো আয়ুষ সাহা। মেট্রিক্স চেস আকাদেমি আয়োজিত অনূর্ধ্ব-‌১৬ দাবা প্রতিযোগিতায়। মঙ্গলবার কৃষ্ণনগর মেট্রিক্স চেস আকাদেমির অফিস বাড়িতে হয় আসর। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এদিন আগরতলা সহ বিলোনিয়া, উদয়পুর এবং মেলাঘরের মোট ৪৫ জন দাবাড়ু আসরে অংশ নেয়। ৫ রাউন্ডের হয় খেলা। তাতে পুরো ৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মেট্রিক্স চেস আকাদেমির আয়ুষ সাহা।

৪ পয়েন্ট পেয়ে ভোকলসে দ্বিতীয় থেকে চতুর্থ স্থান দখল করে যথাক্রমে দেবজিৎ দে, মেট্রিক্স চেস আকাদেমির অদৃজা দেবনাথ, মেট্রিক্স চেস আকাদেমির রোহিত বিশ্বাস এবং অভিজ্ঞান ঘোষ। আসরে অনূর্ধ্ব-‌১২ বিভাগে প্রথম তিনটি স্থান দখল করে যথাক্রমে মেট্রিক্স চেস আকাদেমির অনুরাগ ভট্টাচার্য, দত্ত মেগনাস এবং মেট্রিক্স চেস আকাদেমির বৃষ্টি মজুমদার। অনূর্ধ্ব-‌৮ বিভাগে প্রথম তিনটি স্থান দখল করে যথাক্রমে মেট্রিক্স চেস আকাদেমির রোদ্র মজুমদার, আদ্রুষ কর্মকার এবং বর্ণিল দেব। সেরা বালিকা দাবাড়ু মেলাঘরের মেট্রিক্স চেস আকাদেমির উর্মি সাহা এবং সর্ব কনিষ্ঠ দাবাড়ুর পুরস্কার পায় শ্রীজিৎ দে। আসর পরিচালনা করেন অনুপম ভট্টাচার্য। খেলা শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মেট্রিক্স চেস আকাদেমির পেট্রণ প্রবোধ রঞ্জন দত্ত, রাজ্য দাবা সংস্থার সভাপতি প্রশান্ত কুন্ডু, সচিব দীপক সাহা এবং মেট্রিক্স চেস আকাদেমির কোচ কীরিটি দত্ত। উপস্থিত অতিথিরা মেট্রিক্স চেস আকাদেমির কর্মকান্ডের ভূয়শি প্রশংসা করেছেন। দাবাড়ুদের উন্নতির জন্য যাতে প্রতি মাসে আসর পরিচালনা করে তার জন্য মেট্রিক্স চেস আকাদেমির কর্তাদের কাছে অনুরোধ করেছেন।‌

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য