স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৫মার্চ : রোহিত শর্মার পর গৌতম গম্ভীর। দুবাইয়ে ভারতের বাড়তি সুবিধা পাওয়ার অভিযোগ অধিনায়কের পর উড়িয়ে দিলেন কোচও। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠার পর গম্ভীর সাফ জানালেন, তাঁরা এক ফোঁটাও বাড়তি সুবিধা পাচ্ছেন না দুবাইয়ে। তাঁর মতে, সমালোচকদের কাজই হল খালি বকবক করা।
পাকিস্তানে খেলতে না গিয়ে ভারত সব ম্যাচ খেলছে দুবাইয়ে। অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারানোর পর ফের বাড়তি সুবিধার প্রশ্ন করতেই গম্ভীর বলেন, “অন্যায্য সুবিধা নিয়ে অনেক চর্চা হচ্ছে শুনছি। কিসের অন্যায্য সুবিধা? আমরা এখানে একটা দিনও অনুশীলন করিনি। আইসিসি অ্যাকাডেমিতে অনুশীলন করছি। এখানকার ও ওখানকার পরিস্থিতির ১৮০ ডিগ্রি পার্থক্য রয়েছে।”
গম্ভীরের সংযোজন, “আপনারা যদি দুটো জায়গার উইকেট দেখেন, তা হলেই আকাশ-পাতাল পার্থক্যের কথা বুঝতে পারবেন। কিছু কিছু মানুষ বড্ড বেশি বকবক করে। ওদের এ বার বড় হতে হবে। এখানে কোনও অন্যায্য সুবিধা পাইনি বা পাওয়ার প্রত্যাশাও করিনি।”
তা হলে ভারত দলে পাঁচ জন স্পিনার নিয়েছে কেন? স্পিন-সহায়ক উইকেট পাবে বলেই কি? এই প্রশ্নে আরও রেগে যান গম্ভীর। বলেন, “বাকি দেশগুলোর মতো আমাদের কাছেও দুবাই নিরপেক্ষ মাঠ। আমার মনে পড়ছে না শেষ কোন প্রতিযোগিতা এই মাঠে খেলেছি। দল নির্বাচনের সময় আলাদা কোনও পরিকল্পনাও করিনি।”
ভারতের কোচ যোগ করেছেন, “আমরা চেয়েছিলাম দু’জন প্রথম সারির স্পিনার নিতে। সে খেলাটা পাকিস্তান বা অন্য যে কোনও দেশে হোক। আমরা দু’জন স্পিনারই নিতাম কারণ প্রতিযোগিতাটা উপমহাদেশে। তাই স্পিনের জাল তৈরি করেছি, ইত্যাদি যে সব কথা বলা হচ্ছে সেগুলো সম্পূর্ণ ভুল। যদি ভাল করে দেখেন, প্রথম দুটো ম্যাচে আমরা এক জন প্রথম সারির স্পিনার খেলিয়েছি। গত ম্যাচ এবং আজকের ম্যাচে দু’জন প্রথম সারির স্পিনার খেলেছে।”