স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৫মার্চ : ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপারজায়ান্ট ম্যাচ নিয়ে আচমকাই জটিলতা! আগামী ৬ এপ্রিল ওই ম্যাচ আদৌ কলকাতায় হবে কিনা, সেটা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গেল নিরাপত্তা নিয়ে কলকাতা পুলিশের দেওয়া চিঠিতে। যদিও ফ্র্যাঞ্চাইজি এখনও আশাবাদী, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ই নাইটদের ম্যাচ আয়োজন করা যাবে।
আইপিএল শুরু হচ্ছে আগামী ২২ মার্চ। প্রথম ম্যাচে ইডেনেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মুখোমুখি হবে নাইটরা। সেই ম্যাচ আয়োজনে কোনও সমস্যা নেই। সমস্যা হল ৬ এপ্রিল ইডেনে লখনউ বনাম কলকাতা ম্যাচ নিয়ে। আসলে ওই দিন রামনবমী। শহরের বিভিন্ন প্রান্তে বেশ কিছু মিছিল বেরোতে চলেছে রামনবমী উপলক্ষে। তাছাড়া সাম্প্রতিক অতীতে রামনবমীকে কেন্দ্র করে রাজ্যে অশান্তির ছবিও দেখা গিয়েছে। তাই কলকাতা পুলিশ সতর্ক। রামনবমীর দিন ইডেনে ম্যাচে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে ইতিমধ্যেই সিএবিকে চিঠি দিয়েছে পুলিশ। আর তাতেই জটিলতা।
যদিও কেকেআর এখনও আশা ছাড়তে নারাজ। ফ্র্যাঞ্চাইজি সূত্রের খবর, ৬ এপ্রিল লখনউ ম্যাচ ইডেনেই করার ব্যাপারে আশাবাদী তারা। ফ্র্যাঞ্চাইজির তরফে বলা হচ্ছে, ৬ এপ্রিলের ম্যাচ দুপুর ৩টে থেকে শুরু হয়ে সন্ধের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। ফলে বেশি রাত পর্যন্ত ঝামেলা থাকবে না। তাছাড়া রামনবমীতে আর যা-ই হোক, দুর্গাপুজো বা কালীপুজোর মতো গোটা শহর উৎসবে মেতে ওঠে না। ফলে নিরাপত্তা নিয়ে বিশেষ সমস্যা হওয়ার কথা নয়।
ফ্র্যাঞ্চাইজি সূত্রের খবর, লখনউ ম্যাচ ইডেনে সূচি মেনে করতে বদ্ধপরিকর তারা। দরকারে সিএবি এবং কেকেআরের তরফে পুলিশের উপরমহলে কথা বলা হতে পারে। নিজেদের যুক্তি তারা পুলিশের কাছে তুলে ধরতে চান। প্রয়োজন পড়লে খোদ শাহরুখ খানও বিষয়টিতে হস্তক্ষেপ করতে পারে। তবে এখনই অতদুর ভাবা হচ্ছে না। নাইট শিবির আশাবাদী, সময় মতোই ম্যাচ করানো যাবে।