Saturday, February 15, 2025
বাড়িখেলাফের বিয়ে করতে চলেছেন বাংলা ক্রিকেট দলের কোচ অরুণ লাল

ফের বিয়ে করতে চলেছেন বাংলা ক্রিকেট দলের কোচ অরুণ লাল

কলকাতা, ২২ এপ্রিল (হি. স.) : ক্যানসারকে হারিয়ে ফের একবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অরুণ লাল। আগামী ২ মে দীর্ঘদিনের বান্ধবী বুলবুল সাহাকে বিয়ে করতে চলেছেন বাংলার বর্তমান কোচ। কলকাতাতেই হবে বিয়ের অনুষ্ঠান।


অরুণ লালের প্রথম স্ত্রী রীনা অসুস্থ। শোনা যাচ্ছে রীনা দেবীর শুশ্রূষাও করবেন বুলবুল। তবে অরুণ লাল নিজের বিয়ের প্রসঙ্গে মুখ খুলতে রাজি হননি। প্রসঙ্গত, দিল্লির হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে শুরু করলেও, পরে কলকাতায় চলে আসেন অরুল লাল। বাংলা দলে তাঁর উপস্থিতি বদলে দিয়েছিল গোটা দলের চরিত্র। ১৯৮৯-৯০ মরশুমের রঞ্জি জয়ী বাংলা দলের সদস্য ছিলেন তিনি। দিল্লির বিরুদ্ধে ফাইনালে ৫২ রানে অপরাজিত ছিলেন তিনি। মুম্বইয়ের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে তাঁর ১৮৯ রানের ইনিংস নিয়ে এখনও ময়দানে আলোচনা হয়। ২০১৬ সালে চোয়ালের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি । কিন্তু মারণরোগকে হার মানিয়ে আবার মাঠে ফিরে এসেছেন। আর এবার বিয়ে করে নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য