Wednesday, March 26, 2025
বাড়িখেলাচ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই অস্ট্রেলিয়ার অধিনায়ক, বাদ পেসারও

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই অস্ট্রেলিয়ার অধিনায়ক, বাদ পেসারও

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৬ ফেব্রুয়ারি : চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না প্যাট কামিন্স এবং জস হেজ়লউড। একই দিনের দলের সেরা দুই পেসারকে হারাল অস্ট্রেলিয়া। তাঁদের নিয়ে অনিশ্চয়তা ছিল। বৃহস্পতিবার সরকারি ভাবে ঘোষণা করা হল যে কামিন্সেরা খেলতে পারবেন না। নির্বাচক জর্জ বেইলি জানিয়ে দিলেন দুই পেসারকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাবে না অস্ট্রেলিয়া।

১২ ফেব্রুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ জনের দল ঘোষণা করতে হবে। প্রাথমিক দলে কামিন্সদের রাখা হয়েছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের দলেও রাখা হয়েছিল তাঁদের। কিন্তু কামিন্সেরা খেলতে পারবেন না জানার পর তাঁদের বদলি হিসাবে সন অ্যাবট, স্পেন্সার জনসন এবং বেন ডোয়ারশুইসকে দলে নেওয়া হয়েছে। কামিন্স, হেজ়লউড ছাড়া চোটের কারণে বাদ মিচেল মার্শও। সুযোগ পাওয়া তিন জন বোলারের মধ্যে অন্তত দু’জন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পেতে পারেন।

২০২৩ সালের এক দিনের বিশ্বকাপে কামিন্সের নেতৃত্বেই ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া। তাঁকেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে না। হেজ়লউডের অভিজ্ঞতাও যথেষ্ট। তাঁর অভাবও বোধ করবে দল। নির্বাচক বেইলি বলেন, “হতাশাজনক ঘটনা। তবে কামিন্সেরা না থাকায় অনেকে সুযোগ পাবে অস্ট্রেলিয়ার হয়ে বড় প্রতিযোগিতা খেলার।”

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়েও খেলছেন না কামিন্স এবং হেজ়লউড। তাঁরা রিহ্যাব করছেন। কামিন্স না থাকায় স্মিথ অথবা ট্রেভিস হেড দলকে নেতৃত্ব দেবেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে দলকে নেতৃত্ব দিচ্ছেন স্মিথ। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাঁকে নেতৃত্ব দিতে দেখা যাবে কি না তা হয়তো শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজ়েই বোঝা যাবে। সেই সিরিজ়ে যিনি নেতৃত্ব দেবেন, তিনিই হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অধিনায়ক হবেন।

বৃহস্পতিবার অবসর নিয়েছেন মার্কাস স্টোইনিস। তিনিও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন। ফলে অস্ট্রেলিয়ার ঘোষণা করা প্রাথমিক দলে অনেকগুলিই পরিবর্তন হবে। অস্ট্রেলিয়ার ঘোষণা প্রাথমিক দলে থাকা কামিন্স, হেজ়লউড এবং মার্শ চোটের কারণে বাদ। অবসর নিয়েছেন স্টোইনিস। অর্থাৎ, দলে অন্তত চারটি পরিবর্তন হবেই।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য